ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রযোজনায় আসছেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
প্রযোজনায় আসছেন সোনাক্ষী সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মার পর এবার প্রযোজনায় আসতে চান সোনাক্ষী সিনহা। তিনি বলেছেন, ‘এটাই হবে আমার পরবর্তী পদক্ষেপ।

চলচ্চিত্র শিল্পে আমার অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চাই। এখন একটি গল্পের জন্য অপেক্ষা করছি। যেটা আমাকে দারুণভাবে আকৃষ্ট করবে। ’ প্রযোজনার ক্ষেত্রে অভিনয়কেন্দ্রিক চরিত্র রয়েছে এমন গল্পকে প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন তিনি ।

দুই বছর আগে গুঞ্জন ওঠে, অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী এবং তার জমজ দুই ভাই লুভ ও কুশ নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক থ্রিলারধর্মী ছবি নির্মাণের পরিকল্পনা করেছেন। এটি পরিচালনার জন্য বেছে নেওয়া হয় উমেশ শুক্লাকে। তবে এ প্রসঙ্গে সোনাক্ষী বললেন, ‘না, এমন কিছুই হয়নি তখন। এটা স্রেফ অন্যদের ভ্রান্ত ধারণা ছিলো। ’

এদিকে গত কয়েক বছর ধরে বলিউডে নারীকেন্দ্রিক ছবির সংখ্যা আশাতীতভাবে বেড়েছে। তবে সেগুলোর সবই যে ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছে তা কিন্তু নয়।

এক্ষেত্রে সবশেষ উদাহরণ সোনাক্ষীর ‘আকিরা’। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘ইদানীং নারীকেন্দ্রিক ছবি নির্মাণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা ইতিবাচক পরিবর্তন। কিন্তু কথা হলো এগুলো অন্য ঘরানার ছবির মতো আয় করতে পারছে না। এর কারণ সামাজিকভাবে আমরা মেয়েদের অগ্রযাত্রাকে মেনে নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছি। ’

যোগ করে সোনাক্ষী আরও বলেন, ‘পশ্চিমে কিন্তু লিঙ্গ ভেদে ছবিকে সংজ্ঞায়িত করা হয় না। তাই আমাদেরকেও নারীকেন্দ্রিক ছবি হিসেবে আখ্যা দেওয়া বন্ধ করতে হবে। আমরা কিন্তু অন্য ছবিগুলোকে বলি না পুরুষকেন্দ্রিক! তাহলেই পরিবর্তনটা আরও সুস্পষ্ট হবে। ’

সোনাক্ষীর আগামী ছবি ‘ফোর্স টু’ মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর। অভিনব দেওর পরিচালনায় এতে তাকে দেখা যাবে জন অ্যাব্রাহামের সঙ্গে। এ ছাড়া তার হাতে আছে ‘নূর’ এবং ‘ইত্তেফাক’ নামের আরও দুটি ছবি। এর মধ্যে ‘ইত্তেফাক’ হলো ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবির রিমেক। এতে সোনাক্ষীর নায়ক সিদ্ধার্থ মালহোত্রা।
 
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
জেএইচ/জেএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।