ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তাইওয়ান উৎসবের উদ্বোধনী ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
তাইওয়ান উৎসবের উদ্বোধনী ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’

তাইওয়ানের তাইচাং শহরে ওমেন মেক ওয়েভস ফিল্ম ফেস্টিভ্যালের ২৩তম আসরের পর্দা উঠবে বাংলাদেশের ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ প্রদর্শনের মধ্য দিয়ে। আগামী ২০ অক্টোবর এর উদ্বোধন হবে।

এখানে রুবাইয়াত হোসেন পরিচালিত ছবিটির তিনটি প্রর্দশনী হবে।

ওমেন মেক ওয়েভস ফিল্ম ফেস্টিভ্যাল হলো তাইওয়ানের একমাত্র ও এশিয়ার বৃহত্তম নারী চলচ্চিত্র উৎসব। তাইপে শহরে এর আয়োজন অবশ্য হয়ে গেছে গত ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

এদিকে ফ্রান্সে আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘আন্ডার কনস্ট্রাকশন’। এ আয়োজনে জুরিদের মধ্যে আছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এতে প্রতি বছর দক্ষিণ এশিয়ার একটি দেশকে ফোকাস করা হয়। এ বছর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্র।

এখানে আরও থাকছে তারেক মাসুদের ‘মাটির ময়না’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’, রুবাইয়াত হোসেনের প্রথম ছবি ‘মেহেরজান’ ও আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। উৎসবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ফারুকী ও রুবাইয়াতকে।

এর আগে ফ্রান্সের ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ডসহ বিচারকদের দেওয়া তিনটি পুরস্কার জেতে ‘আন্ডার কনস্ট্রাকশন’। স্পেনের আইসল্যান্টিলায় সিনেফোরাম ফিল্ম ফেস্টিভ্যাল ও কলম্বিয়ার ফুসাগাসুগা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র পুরস্কার এবং চিলিতে ইন্টারন্যাশনাল দে সিনে রেঙ্গো ফেস্টিভ্যালে নগদ ১০ লাখ চিলিয়ান পেসো (চিলির মুদ্রা) পায় ছবিটি। এ ছাড়া নিউইয়র্কে এশিয়ান আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা উদীয়মান পরিচালকের পুরস্কার পান রুবাইয়াত হোসেন।

‘আন্ডার কনস্ট্রাকশন’ মূলত ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনি। চলতি বছরের ২২ জানুয়ারি ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোস আছেন নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। এ ছাড়াও আছেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমু, সোহেল মন্ডল সবুজ প্রমুখ।

খনা টকিজ প্রযোজিত ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে গান রয়েছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করেছেন অর্ণব।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।