ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমির খানকে কুস্তিগীরের অভিনন্দন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
আমির খানকে কুস্তিগীরের অভিনন্দন (ওপরে) কন্যাদের মাঝে মহাবীর সিং ফোগাট, (নিচে) নবাগতা অভিনেত্রীদের মাঝে আমির খান

আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে। এরপর থেকে দর্শক, সমালোচক ও বলিউডের শিল্পী-নির্মাতারাও ট্রেলারটির ভূয়সী প্রশংসা করে যাচ্ছেন।

এ দলে যোগ দিয়েছেন প্রাক্তন কুস্তিগীর ও কোচ মহাবীর সিং ফোগাট। ‘দঙ্গল’ তৈরি হয়েছে তার জীবন অবলম্বনে। দুই কন্যা গীতা ফোগাট ও ববিতা কুমারিকে পেশাদার কুস্তিগীর হতে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। তার পথচলাকে জানতে কয়েক মাস ব্যয় করেছেন আমির খান।

ট্রেলার দেখে টুইটারে নিজেদের মতামত প্রকাশ করেন মহাবীর ও তার কন্যা রিতু ফোগাট। দু’জনের কাছেই এটি পুরোপুরি ভালো লেগেছে এবং প্রশংসিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহাবীর লিখেছেন, ‘আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে কম কীসে। ছেলেদেরকে নিয়েই আশায় বুক বাঁধার ছককে চ্যালেঞ্জ করা অসাধারণ ট্রেলার। ’ বিকেলে আরেকটি টুইটে তিনি লেখেন, ‘দঙ্গল হলো ভারতীয় নারীদের শক্তি। ’

আমিরের ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়ার মন্তব্য, ‘দঙ্গল’-এ আমির খান যে চরিত্রে আসছেন তা ফুটিয়ে তুলতে পারে কেবল অভিনয়ের শিল্পের প্রতি পাগল মানুষ। মহাবীর সিং ফোগাট হওয়ার জন্য নেওয়া প্রস্তুতির জন্য ৫১ বছর বয়সী এই তারকার প্রশংসা করেন বিধু।

অভিনেতারা নিজেদের চেয়ে বেশি বয়সী চরিত্রে অভিনয় করতে গেলে দ্বিধায় পড়ে যান। এ ধারণা ভেঙে দেওয়ার ক্ষেত্রে আমির অন্যতম উদাহরণ। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’-এ এটা আরেকবার প্রমাণিত হলো। ১৮তম মামি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিধু বলেন, ‘আমির নিজেকে ছাপিয়ে যান। ও পাগল মানুষ। তার পক্ষেই এসব সম্ভব। ’

অভিনেতা অনুপম খের, রিতেশ দেশমুখ, বরুণ ধাওয়ান, অভিনেত্রী আলিয়া ভাট, এশা গুপ্তা, কৃতি স্যানন, পূজা হেগড়ে, নির্মাতা রেমো ডি’সুজা, কুনাল কোহলিও ট্রেলারের ভূয়সী প্রশংসা করেন।  

মেয়েদের ব্যাপারে গোঁড়ামি, সামাজিক চাপ ও প্রচলিত বিশ্বাসকে কাটিয়ে প্রথাগত ধারণার বাইরে গিয়ে কীভাবে কুস্তির দুনিয়ায় মহাবীর তার দুই কন্যাকে নিয়ে সফল হলেন তা-ই তুলে ধরা হয়েছে এ ছবিতে। এখানে আমির খানকে দেখা যাবে কুস্তিতে সোনাজয়ী দুই কন্যার বাবার ভূমিকায়। তার স্বপ্ন কুস্তিতে ভারতের জন্য স্বর্ণপদক জেতা। এতে আরও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। ‘দঙ্গল’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।

আরও পড়ুন>>>
* মিস করবেন না আমিরের ‘দঙ্গল’ ছবির ট্রেলার!
* ‘আমার মেয়েরা কি ছেলেদের চেয়ে কম?’
* আমিরের কুস্তিগীর দুই মেয়ে!

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।