ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেয়ের লেখা নাটকের নির্দেশনায় মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
মেয়ের লেখা নাটকের নির্দেশনায় মা রোকেয়া রফিক বেবী ও আনিকা মাহিন একা

আনিকা মাহিন একার লেখা নাটক মঞ্চে নির্দেশনা দিচ্ছেন বরেণ্য নাট্যজন রোকেয়া রফিক বেবী। সম্পর্কে তারা মা-মেয়ে।

‘মর্ষকাম’ নামের নাটকটি মঞ্চে আনছে থিয়েটার আর্ট ইউনিট। আগামী ১ নভেম্বর ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে।

এরই মধ্যে নাটকটির প্রথম কারিগরি মঞ্চায়ন হয়েছে। চলছে শেষ মুহূর্তের মহড়া। এ প্রসঙ্গে রোকেয়া রফিক বেবী বললেন, ‘আরও দুটি কারিগরি প্রদর্শনী করার ইচ্ছে আছে। বেশ বড় ক্যানভাসে নাটকটি মঞ্চে আনছি। থিয়েটার আর্ট ইউনিটের নবীন-প্রবীণ সব শিল্পীরা এতে অভিনয় করছেন। ’

বিশ্বব্যাপী রাজনীতির সাম্রাজ্যবাদ এই নাটকের মূল উপজীব্য জানিয়ে নাট্যকার আনিকা মাহিন একা বলেছেন, ‘এর মাধ্যমে বিশ্ব রাজনীতির কিছু বিষয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কীভাবে প্রভাবশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করে, সেটা দেখা যাবে এখানে। ’

এটি আনিকার লেখা দ্বিতীয় নাটক। এর আগে ঢাকার মঞ্চে তার রচিত ‘ম্যাকাব্রে’ আলোচিত হয়েছে। এর নির্দেশনা দেন কামালউদ্দীন নীলু। দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান ও রোকেয়া রফিক বেবীর একমাত্র কন্যা আনিকা মাহিন থিয়েটার আর্ট ইউনিটের একজন সক্রিয় নাট্যশিল্পী।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।