ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশের জয়ে তারকাদের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বাংলাদেশের জয়ে তারকাদের অভিনন্দন

ইংল্যান্ডকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। এ উপলক্ষে গোটা দেশ মেতেছে বাঁধভাঙা আনন্দে।

এতে শামিল হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারা। অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতারা ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘ইয়েস!’ লিখে ফেসবুকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। আরেক নির্মাতা অনিমেষ আইচ লিখেছেন, ‘যথারীতি দেরি করে ঘুম থেকে উঠেছি, টেলিভিশন অন করে দেখি ইংল্যান্ডের ১০৫-০। চা-বিরতির পর আটকে গেলাম, মনে হচ্ছিলো আমি উঠলেই বোধহয় বাংলাদেশ হেরে যাবে! ভাত খাওয়া মাথায় উঠলো। অত্যধিক আনন্দ পেলাম। সাবাস! বাঘ, বাঘের বাচ্চা!’

উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, ‘ওডিআইয়ের পর টেস্টে হুংকারের সময় এলো বলে। অসাধারণ ঐতিহাসিক এক জয়। আর শেষ কথা, বিশেষভাবে মনে রাখতে হবে মেহেদি হাসান মিরাজের নাম। ’ আরেক উপস্থাপিকা মারিয়া নূর বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ওহ মাই গড! কি বিজয়! আমার চোখে আনন্দাশ্রু। ওদের মুখের হাসি আমাকে আবেগি করে তোলে। ’

প্রথম টেস্টে ২২ রানে না হারলে সিরিজ জয় হতো ইঙ্গিত দিয়ে সংগীতশিল্পী জন কবির লিখেছেন, ‘ইংল্যান্ড দলকে হোয়াইট ওয়াশ করতে না পারার হতাশা কি শুধু আমার একার হচ্ছে?’ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও নকশাকার বিবি রাসেল ‘অভিনন্দন টাইগাররা’ লিখে তার আনন্দ প্রকাশ করেছেন।

অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, ‘অভিনন্দন টাইগাররা! এতোদিন পর টেস্ট জিতলাম আমরা। মাঠে অসাধারণ খেলেছে মিরাজ। সাবাশ বাংলাদেশ!’ আরেক অভিনেত্রী মুমতাহিনা টয়া ‘অসাধারণ’ লিখে মন্তব্য করেছেন। চিত্রনায়ক ইমন, শাহরিয়াজ, শিপন, অভিনেতা সৌমিক আহমেদও ফেসবুকে বাংলাদেশের জয়ে আনন্দ ভাগাভাগি করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।