ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘যুদ্ধ এবং যুদ্ধ’ ১৫০

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
‘যুদ্ধ এবং যুদ্ধ’ ১৫০ ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুক্তিযুদ্ধকে সবাই ভুলে যেতে বসেছে! মুক্তিযোদ্ধারা দেশের ক্রান্তিকাল দেখেও নিশ্চুপ। এ অবস্থায় তাদেরকে জাগিয়ে তুলতে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীর স্ত্রী এক ঘৃণ্য রাজাকারকে বিয়ে করার সিদ্ধান্ত নেন! 
 
প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তার ‘যুদ্ধ এবং যুদ্ধ’ নাটকে লিখে গেছে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার এমন গল্প।

থিয়েটার তোপখানার প্রযোজনাটি প্রথম মঞ্চে আসে ১৯৮৬ সালে।
 
৩০ বছর পেরিয়ে নাটকটির ১৫০তম প্রদর্শনী হলো শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাতটায়। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এটি উপভোগ করেছেন দর্শকরা।
 
‘যুদ্ধ এবং যুদ্ধ’র দেড়শতম প্রদর্শনী দেখতে এসেছিলেন নাট্যজন আতাউর রহমান, হাফিজুর রহমান সুরুজ, হাসান শাহরিয়ার প্রমুখ।  
 
নাটকটি নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন বকুল, তরুণ কুমার বসু, প্রবীর দত্ত, দীপক রায় প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।