ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সব পুরস্কার বেগুণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সব পুরস্কার বেগুণি

এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে (ইএমএ’স) বিজয়ীদের দেওয়া হলো বেগুণি রঙা ট্রফি। প্রয়াত সংগীতশিল্পী প্রিন্সের প্রতি শ্রদ্ধা জানাতেই আয়োজকদের এমন উদ্যোগ।

তিনি বিখ্যাত ছিলেন ‘পার্পল রেইন’ গানের জন্য। গত এপ্রিলে মিনেসোটায় নিজের বাড়ির লিফটে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
 
রোববার (৬ নভেম্বর) রাতে নেদারল্যান্ডসের রটারডামে এ অনুষ্ঠানে না থাকলেও তিনটি পুরস্কার জিতেছেন বিশ্বসংগীতের সেনসেশন জাস্টিন বিবার।  কানাডিয়ান এই গায়কের ‘সরি’ হয়েছে সেরা গান। টুইটার ও ইনস্টাগ্রামে ভক্তদের ভোটে টানা তৃতীয়বারের মতো তিনি জিতেছেন ‘বিগেস্ট ফ্যানস’ খেতাব। এ ছাড়া সেরা কানাডিয়ান অ্যাক্ট বিভাগের পুরস্কারও গেছে তার ঘরে। টুইটারে ভক্তদের ধন্যবাদ দিতে ভোলেননি তিনি।
 
বিবারের মতোই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মার্কিন গায়িকা লেডি গাগা। তিনি পেয়েছেন বেস্ট ফিমেল ও বেস্ট লুক খেতাব। সেরা গায়কের পুরস্কার জিতেছেন ইউটিউবের সুবাদে তারকা বনে যাওয়া শন মেন্ডেস। বেস্ট ওয়ার্ল্ডওয়াইট অ্যাক্ট বিভাগেও সেরা তিনিই। ডাচ ডিজে মার্টিন গ্যারিক্সও পেয়েছেন দুটি পুরস্কার। ২০ বছর বয়সী এই সংগীতশিল্পী পেয়েছেন বেস্ট ইলেক্ট্রো অ্যাক্ট ও বেস্ট ওয়ার্ল্ড স্টেজ পুরস্কার।
 
পাঁচটি বিভাগে মনোনয়ন পেলেও শুন্য হাতে ফিরেছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। একইভাবে তিনটি বিভাগে মনোনীত হলেও কোনোটাতেই সেরা হননি ব্রিটিশ গায়িকা অ্যাডেল। তবে তার স্বদেশি ব্যান্ড কোল্ডপ্লে জিতেছে বেস্ট রক পুরস্কার। বেস্ট ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড অ্যাক্ট স্বীকৃতি পেয়েছে লিটল মিক্স।
 
ডাফ্ট পাঙ্ক ফিচারিং ‘স্টারবয়’ গানের জন্য দ্য উইকেন্ডকে বেস্ট ভিডিও পুরস্কার তুলে দিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও হলিউড অভিনেত্রী নিনা ডোবরেভ। বেস্ট পপ অ্যাক্ট পুরস্কার পেয়েছেন মার্কিন নারী ব্যান্ড ফিফথ হারমোনি। বেস্ট ইউএস অ্যাক্ট খেতাব এসেছে আরিয়ানা গ্র্যান্ডের হাতে। সংগীতে অসামান্য অবদানের জন্য আমেরিকান রক ব্যান্ড গ্রিন ডে পেয়েছে গ্লোবাল আইকন পুরস্কার।
 
এ ছাড়া র‌্যাপার ড্রেক বেস্ট হিপ-হপ অ্যাক্ট এবং টোয়েন্টি ওয়ান পাইলটস ব্যান্ড জিতেছে বেস্ট লাইভ ও বেস্ট অল্টারনেটিভ বিভাগের স্বীকৃতি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গায়িকা বেবে রেক্সহা। তিনি মোট ১৫টি পোশাক বদলেছেন।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।