ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বলিউডে অমিতাভের ৪৭ বছর পার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
বলিউডে অমিতাভের ৪৭ বছর পার অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’ মুক্তি পেয়েছিলো ৪৭ বছর আগে ৭ নভেম্বর। বলিউডে প্রায় হাফ সেঞ্চুরি করতে পেরে ভক্ত, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

অমিতাভ বচ্চনের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’ মুক্তি পেয়েছিলো ৪৭ বছর আগে ৭ নভেম্বর। বলিউডে প্রায় হাফ সেঞ্চুরি করতে পেরে ভক্ত, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

চার দশকেরও লম্বা ক্যারিয়ার উদযাপনের অংশ হিসেবে সোমবার (৭ নভেম্বর) টুইটারে নিজের অভিষেক ছবির পোস্টার শেয়ার করেছেন বিগ বি। ৭৪ বছর বয়সী এই শাহেনশাহ লিখেছেন, ‘৪৭ বছর পরও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পাচ্ছি। আমি সত্যিই ধন্য!’

১৯৬৯ সালে খাজা আহমেদ আব্বাস পরিচালিত ‘সাত হিন্দুস্তানি’র মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় অমিতাভের। এর গল্প সাত ভারতীয় জওয়ানকে ঘিরে। পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্ত করতে মাঠে নামে তারা।

‘সাত হিন্দুস্তানি’র পর ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’, ‘শরাবি’, ‘নামাক হালাল’, ‘মিস্টার নটবরলাল’, ‘ডন’, ‘অমর আকবর অ্যান্থনি’র মতো ছবির সুবাদে সহস্রাব্দের তারকায় পরিণত হন অমিতাভ। এখনও সমান দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। এ বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ওয়াজির’ ও ‘পিঙ্ক’।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।