ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিশু নির্যাতন অভিযোগের তদন্তে ব্র্যাড পিট নির্দোষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
শিশু নির্যাতন অভিযোগের তদন্তে ব্র্যাড পিট নির্দোষ ব্র্যাড পিট

হলিউড অভিনেতা ব্র্যাড পিট ব্যক্তিগত উড়োজাহাজের অভ্যন্তরে তার দত্তক সন্তান ম্যাডক্সকে গালাগাল করেছিলেন কি-না তা তদন্ত করে দেখার কাজ সম্পন্ন হয়েছে। তবে গত সেপ্টেম্বরের মাঝামাঝি ওই ঘটনায় তিনি নির্দোষ প্রমাণিত হলেন।

হলিউড অভিনেতা ব্র্যাড পিট ব্যক্তিগত উড়োজাহাজের অভ্যন্তরে তার দত্তক সন্তান ম্যাডক্সকে গালাগাল করেছিলেন কি-না তা তদন্ত করে দেখার কাজ সম্পন্ন হয়েছে। তবে গত সেপ্টেম্বরের মাঝামাঝি ওই ঘটনায় তিনি নির্দোষ প্রমাণিত হলেন।

৫২ বছর বয়সী পিটের বিরুদ্ধে পুত্রসন্তানের সঙ্গে দুর্ব্যবহার কিংবা গায়ে হাত তোলার কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় কয়েকদিন আগেই এ ঘটনা তদন্তের ইতি টানা হয়। বুধবার (৯ নভেম্বর) তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য নিশ্চিত করেছে।

একাধিক সূত্র জানায়, ব্র্যাডের বিরুদ্ধে তার ১৫ বছর বয়সী পুত্রর সঙ্গে উড়োজাহাজে গালাগালের ঘটনাটি খতিয়ে দেখেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। যদিও বিভাগটি তদন্তের বিষয়টি নিশ্চিত করেনি।

এ ঘটনার একদিন পরেই অর্থাৎ ১৯ সেপ্টেম্বর পিটের স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি আদালতে বিয়েবিচ্ছেদের আবেদন করেন। যদিও তার আইনজীবী জানান, মতের অমিলের কারণে পরিবারের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে তদন্ত শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জোলি। কারণ ৪১ বছর বয়সী এই অভিনেত্রী একাই ছয় সন্তানের অভিভাবকত্ব পেয়েছেন। তবে একজন থেরাপিস্টের উপস্থিতিতে ছেলেমেয়ে ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো ও যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের সঙ্গে নিয়মিত দেখা করতে পারবেন পিট।

সন্তানদের দেখাশোনার প্রসঙ্গে ব্র্যাঞ্জেলিনার মধ্যে চুক্তি হয়েছে বলে গত ৭ নভেম্বর জানান উভয়ের প্রতিনিধিরা। যদিও এ বিষয়ক চূড়ান্ত চুক্তি হবে আদালতের সিদ্ধান্তে এই দম্পতির আনুষ্ঠানিক বিচ্ছেদের সময়।

ক্যালিফোর্নিয়ার আইনে পিতামাতার যৌথ অভিভাবকত্বকে সমর্থন দেওয়া হয়। যদিও তারকাদের বিয়েবিচ্ছেদের বেলায় সন্তানদের তত্ত্বাবধানের চুক্তি বা শর্তাবলী খুব কমই জনসমক্ষে আনা হয়।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পিট ও জোলির মধ্যে সখ্য গড়ে ওঠে। পরে তা গড়ায় প্রেমে। ভালোবেসে দীর্ঘ ১২ বছর এক ছাদের নিচে থাকার পর তারা ২০১৪ সালে বিয়ে করেন।

এটি ছিলো পিটের দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে সংসার করেছেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে। অন্যদিকে ব্র্যাড হলেন জোলির তৃতীয় স্বামী। এর আগে অভিনেতা বিলি বব থর্নটন ও জনি লি মিলারের সঙ্গে তার বিয়ে হয়েছিলো। কিন্তু কোনো সংসারই টেকেনি।

এদিকে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবার জনসমক্ষে এসেছেন ব্র্যাড পিট। গত ৭ নভেম্বর বন্ধু জুলিয়া রবার্টসের সঙ্গে তিনি অংশ নেন ব্যারি জেনকিন্স পরিচালিত ‘মুনলাইট’-এর প্রদর্শনীতে। ছবিটির অন্যতম প্রযোজক পিট।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।