ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় ‘মুক্তি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় ‘মুক্তি’

মৌলভীবাজার জেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়ন হবে থিয়েটার (নাটক সরণি) প্রযোজিত নাটক ‘মুক্তি’। আমেরিকান নাট্যকার লি ব্লেসিংয়ের ‘দি ইনডিপেন্ডেন্স’ অবলম্বনে এর ভাষান্তর করেছেন মিজারুল কায়েস। নির্দেশনায় ত্রপা মজুমদার।

মৌলভীবাজার জেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়ন হবে থিয়েটার (নাটক সরণি) প্রযোজিত নাটক ‘মুক্তি’। আমেরিকান নাট্যকার লি ব্লেসিংয়ের ‘দি ইনডিপেন্ডেন্স’ অবলম্বনে এর ভাষান্তর করেছেন মিজারুল কায়েস।

নির্দেশনায় ত্রপা মজুমদার।

নাটকটির মূল চরিত্র মায়ের ভূমিকায় রূপদান করেছেন বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। অন্যান্য চরিত্রে আছেন তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী ও তানভিন সুইটি। নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০৪ সালের ২৭ নভেম্বর।

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মণিপুরি থিয়েটারের মাসব্যপী এ আয়োজনের স্লোগান ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে’। দলটির নটমণ্ডপে গত ২৭ অক্টোবর এর উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ।

মাসব্যাপী নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলোর প্রদর্শনী হচ্ছে। মণিপুরি থিয়েটারের পাঁচটি ও ঢাকার ছয়টি নাটক স্থান পেয়েছে। ঢাকার দলগুলো হলো থিয়েটার (নাটক সরণি), ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।