ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার বাংলায় ‘হাতিম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এবার বাংলায় ‘হাতিম’

ইয়েমেনের রাজার পুত্রের জন্মের পর তার নাম রাখা হয় হাতিম আল তায়ি। তিনি ছিলেন তায়ি গোত্রের একজন আরব খ্রিস্টান কবি এবং সাহাবী আদি ইবনে হাতিমের পিতা।

ইয়েমেনের রাজার পুত্রের জন্মের পর তার নাম রাখা হয় হাতিম আল তায়ি। তিনি ছিলেন তায়ি গোত্রের একজন আরব খ্রিস্টান কবি এবং সাহাবী আদি ইবনে হাতিমের পিতা।

দানশীলতার জন্য প্রবাদপুরুষে পরিণত হন হাতিম। এখনও যে কারও দানশীলতাকে তার সঙ্গে তুলনা করা হয়। হাতিমের পূর্বপুরুষ এবং হাতিমের দুঃসাহসিক বিভিন্ন অভিযানের চিত্র নিয়ে সাজানো ড্রামা সিরিয়াল ‘হাতিম’ রূপান্তরিত হয়েছে পাঁচটি ভাষায়।

এবার বাংলায় ডাবিং করে সিরিয়ালটি প্রচারের উদ্যোগ নিয়েছে একুশে টেলিভিশন। শুক্রবার (১১ নভেম্বর) থেকে প্রতিদিন রাত সাড়ে ৮টায় চ্যানেলটিতে প্রচার হবে এটি।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিরিয়াল বাংলা ডাবিং করে প্রচার শুরু হয়েছে দেশীয় টিভি চ্যানেলগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘সুলতান সুলেমান’ (দীপ্ত টিভি), ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ (মাছরাঙা টেলিভিশন), ‘সিনড্রেলা’ (আরটিভি)। সামনে প্রচারে আসবে ‘আলিফ লায়লা’ (জিটিভি)।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।