ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এই বাড়ি বিক্রির জন্য নয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এই বাড়ি বিক্রির জন্য নয়!

যুক্তরাষ্ট্রের নিউজার্সির বিখ্যাত ব্যান্ড বন জোভির নতুন অ্যালবামের নামটার বাংলা করলে দাঁড়ায়- এই বাড়ি বিক্রির জন্য নয়! অর্থাৎ ‘দিস হাউস ইজ নট ফর সেল’। বিশ্বসংগীতাঙ্গনে সাড়া জাগিয়ে এটি এখন আছে ইউএস বিলবোর্ড টু হান্ড্রেড চার্ট ও ইউএস বিলবোর্ড টপ রক অ্যালবামস চার্টের শীর্ষে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির বিখ্যাত ব্যান্ড বন জোভির নতুন অ্যালবামের নামটার বাংলা করলে দাঁড়ায়- এই বাড়ি বিক্রির জন্য নয়! অর্থাৎ ‘দিস হাউস ইজ নট ফর সেল’। বিশ্বসংগীতাঙ্গনে সাড়া জাগিয়ে এটি এখন আছে ইউএস বিলবোর্ড টু হান্ড্রেড চার্ট ও ইউএস বিলবোর্ড টপ রক অ্যালবামস চার্টের শীর্ষে।

এ নিয়ে ষষ্ঠবারের বিলবোর্ড টু হান্ড্রেড চার্টের এক নম্বরে ওঠার স্বাদ পেলো বন জোভি। ‘দিস হাউস ইজ নট ফর সেল’ গত ৪ নভেম্বর বাজারে এনেছে আইল্যান্ড রেকর্ডস। প্রকাশের পর থেকে এখন পর্যন্ত এর ১ লাখ ২৯ হাজার কপি বিক্রি হয়েছে।

বন জোভির নতুন অ্যালবামে রয়েছে রক, হার্ড রক ও পপ রক ধাঁচের গান। এর মধ্যে শিরোনাম-গানটি সিঙ্গেলস হিসেবে প্রকাশিত হয়েছে গত ১২ আগস্ট। উন্মুক্ত হয়েছে এর মিউজিক ভিডিও। এবারও মূল গায়ক হিসেবে সব গান গেয়েছেন রকতারকা জন বন জোভি।

‘দিস হাউস ইজ নট ফর সেল’ হলো বন জোভির ১৩তম স্টুডিও অ্যালবাম। এবারই প্রথম প্রাক্তন লিড গিটারিস্ট রিচি স্যাম্বোরাকে ছাড়া কোনো কাজ করলো ব্যান্ডটি। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফিল এক্স। এ ছাড়া ১৯৯৪ সাল থেকে অনানুষ্ঠানিকভাবে দলটির সঙ্গে থাকা বেজ গিটারিস্ট হিউ ম্যাকডোনাল্ডকে আনুষ্ঠানিক সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এ অ্যালবামে।

স্বনামে বন জোভির প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৪ সালে। এরপর একে একে বেরিয়েছে ‘৭৮০০ ডিগ্রি ফারেনহাইট’ (১৯৮৫), ‘স্লিপারি হোয়েন ওয়েট’ (১৯৮৬), ‘নিউ জার্সি’ (১৯৮৮), ‘কিপ দ্য ফেইথ’ (১৯৯২), ‘দিস ডেজ’ (১৯৯৫), ‘ক্রাশ’ (২০০০), ‘বাউন্স’ (২০০২), ‘হ্যাভ অ্যা নাইস ডে’ (২০০৫), ‘লস্ট হাইওয়ে’ (২০০৭), ‘দ্য সার্কেল’ (২০০৯), ‘হোয়াট অ্যাবাউট নাউ’ (২০১৩) এবং ‘দিস হাউস ইজ নটর ফর সেল’।

* ‘দিস হাউস ইজ নট ফর সেল’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।