ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘গোলাপজান’ নিয়ে ঘোড়ামারা গ্রামে থিয়েটার আর্ট ইউনিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
‘গোলাপজান’ নিয়ে ঘোড়ামারা গ্রামে থিয়েটার আর্ট ইউনিট

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার নটমণ্ডপে চলছে মাসব্যাপী নাট্যমেলা।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার নটমণ্ডপে চলছে মাসব্যাপী নাট্যমেলা।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এখানে মঞ্চায়ন হবে থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘গোলাপজান’।

মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহন’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান।

এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন রোকেয়া রফিক বেবী। এ ছাড়াও আছেন- সেলিম মাহবুব, প্রশান্ত হালদার, চন্দন রেজা, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, রেজাউল আমীন সুজন, সাথী রঞ্জন দে, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, আনিকা মাহিন, দীপ্তা রক্ষিত প্রমুখ।

‘গোলাপজান’ হলো আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার সাধারণ নারী গোলাপজান বর্ণনা করেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনি। বিশ শতকের মধ্যভাগে ঢাকার শ্রমজীবি একজন নারীর ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন কামাল উদ্দীন কবির, আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, সংগীত তত্ত্বাবধানে সেলিম মাহবুব এবং নেপথ্য কণ্ঠ দিয়েছেন এস এম সোলায়মান, মোহাম্মদ বারী, নুরুজ্জামান বাবু, সুমন মজুমদার, মাহফুজ সুমন।

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মণিপুরি থিয়েটারের মাসব্যপী এ আয়োজনের স্লোগান ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে’। দলটির নটমণ্ডপে গত ২৭ অক্টোবর এর উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ।

মাসব্যাপী নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলোর প্রদর্শনী হচ্ছে। মণিপুরি থিয়েটারের পাঁচটি ও ঢাকার ছয়টি নাটক স্থান পেয়েছে। ঢাকার দলগুলো হলো থিয়েটার (নাটক সরণি), ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।