ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সিনেমা ফাইভ আলাপ’-এর এবারের বক্তা তৌকীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
‘সিনেমা ফাইভ আলাপ’-এর এবারের বক্তা তৌকীর তৌকীর আহমেদ

স্বাধীনধারার একজন নির্মাতার সার্বক্ষণিক পুঁজির সঙ্কট থাকার পাশাপাশি চলচ্চিত্রটিকে সময় নিয়ে নিখুঁত করার তাড়না তীব্রভাবে কাজ করে। কিন্তু নির্মাতার এই মনোভাবের কারণে পেশাদার অভিনয়শিল্পীদের সময় ও শ্রমের সম্মানীর বিষয়ে নানা টানাপোড়েন প্রতিনিয়ত তৈরি হয়।

স্বাধীনধারার একজন নির্মাতার সার্বক্ষণিক পুঁজির সঙ্কট থাকার পাশাপাশি চলচ্চিত্রটিকে সময় নিয়ে নিখুঁত করার তাড়না তীব্রভাবে কাজ করে। কিন্তু নির্মাতার এই মনোভাবের কারণে পেশাদার অভিনয়শিল্পীদের সময় ও শ্রমের সম্মানীর বিষয়ে নানা টানাপোড়েন প্রতিনিয়ত তৈরি হয়।

এসব বিষয় মোকাবেলা করে শেষ পর্যন্ত ভালো চলচ্চিত্র হয়ে ওঠা খুব কঠিন লড়াই।

চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা তৌকীর আহমেদ এ নিয়ে বক্তব্য দেবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে ‘সিনেমা ফাইভ আলাপ’-এর এবারের বক্তা বা আলাপকারী তিনি। গত মাসে শুরু হয় চলচ্চিত্র শিল্প ও চলচ্চিত্র-সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়মূলক বক্তৃতার এই আয়োজন।

আগামী ২৪ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘সিনেমা ফাইভ আলাপ’। এবারের বিষয়- ‘স্বাধীনধারার চলচ্চিত্রে নির্মাতা ও অভিনয়শিল্পী সম্পর্ক’। এটি সব চলচ্চিত্র নির্মাতা ও নির্মাণ কুশলীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা আশা করছেন, এবারের আলাপে একজন স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতার সঙ্কট ও অভিনয়শিল্পীদের সঙ্গে নির্মাতার সম্পর্কের নানাবিধ দিক আলোচনায় উঠে আসবে।

গত মাসে প্রথমবার আয়োজিত ‘সিনেমা ফাইভ আলাপ’-এর বিষয় ছিলো ‘চলচ্চিত্রে গল্প বলা’। অতিথি বক্তা বা আলাপকারী ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন মামুন বলেন, ‘এখন চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক ব্যাপক বিস্তৃত আলোচনা ও আলাপের প্রয়োজন। এর মধ্য দিয়েই তরুণ নির্মাতা-দর্শক-সমালোচক-গবেষকদের মধ্যে সেতুবন্ধনের পাশাপাশি শুরু হতে পারে নতুন চলচ্চিত্র নির্মাণের ভাবনা ও সংঘবদ্ধতার। এমন ভাবনার ফলে শুরু হয়েছে ‘সিনেমা ফাইভ আলাপ’। ”

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।