প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে ‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’ স্লোগান নিয়ে ঢাকায় পাঁচদিনের নাট্যোৎসব আয়োজন করছে নাট্যসংগঠন মণিপুরি থিয়েটার। এতে নিজেদের আলোচিত পাঁচটি নাট্যপ্রযোজনা মঞ্চায়ন করবে দলটি।
সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ২৪ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় থাকছে ‘লেইমা’। পরদিন স্টুডিও থিয়েটার হলে রয়েছে ‘ইঙাল আঁধার পালা’। ২৬ ডিসেম্বর একই মিলনায়তনে থাকছে ‘শ্রীকৃষ্ণকীর্তন’।
পরীক্ষণ থিয়েটার হলে ২৭ ডিসেম্বর থাকবে ‘দেবতার গ্রাস’। ২৮ ডিসেম্বর সমাপনী সন্ধ্যায় দলটি মঞ্চায়ন করবে ‘কহে বীরাঙ্গনা’। এ ছাড়া উৎসবে থাকবে মণিপুরি মৃদঙ্গ, মণিপুরি নাচ’সহ বিভিন্ন পরিবেশনা।
গত ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করেছে মণিপুরি থিয়েটার। এ উপলক্ষে নভেম্বর জুড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মাসব্যাপী নাট্যমেলা আয়োজন করে দলটি। এতে ঢাকার প্রথম সারির ছয়টি নাট্যদলের নাটকও ছিলো।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
জেএইচ