আরজ আলী মাতুব্বর, ধন মিয়া, অমলেন্দু বিশ্বাস, জহির রায়হান, আব্দুল জব্বার খান, আলমগীর কবীর, বাদল রহমান, সুভাষ দত্ত, খান আতাউর রহমান, তারেক মাসুদ, চাষী নজরুল ইসলাম এবং হুমায়ুন আহমেদ- তারা সবাই প্রয়াত।
কেউ ছিলেন নাট্যকার, কেউবা চলচ্চিত্রকার, যাত্রানট কিংবা পুতুলনট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মোঃ বদরুল আনম ভূঁইয়া। ২২ ডিসেম্বর পর্যন্ত এ আয়োজনে থাকছে প্রয়াতদের স্মরণে সেমিনার, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, নাটক পাঠ ও যাত্রা প্রদর্শনী।
সোমবার সন্ধ্যা ছয়টায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে জহির রায়হান স্মরণে প্রবন্ধ উপস্থাপন করেন অনুপম হায়াত এবং আলোচনা করেন বিপুল রায়হান। আব্দুল জব্বার খান স্মরণে প্রবন্ধ উপস্থাপন করেন শাহীন মাহমুদ ও আলোচনা করেন নওশের হায়াত খান। তারেক মাসুদ স্মরণে প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফাহ্মিদুল হক, আলোচনা করেন নাহিদ মাসুদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় মসিহ্উদ্দিন শাকেরের সভাপতিত্বে সুভাষ দত্ত স্মরণে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মাসুদ রেজা, আলোচনা করবেন ঝর্ণা দত্ত। বাদল রহমান স্মরণে প্রবন্ধ উপস্থাপন করবেন বেলায়াত হোসেন মামুন ও আলোচনা করবেন অভিষেক রহমান। খান আতাউর রহমান স্মরণে প্রবন্ধ উপস্থাপন করবেন আবীর শ্রেষ্ঠ ও সিবি জামান। রাত আটটায় রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী।
আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় সাইদুল আনাম টুটুলের সভাপতিত্বে আলমগীর কবির স্মরণে প্রবন্ধ উপস্থাপন করবেন ড.সাবরিনা সুলতানা চৌধুরী, আলোচনা করবেন মুনিরা মোরশেদ মুন্নি। চাষী নজরুল ইসলাম স্মরণে প্রবন্ধ উপস্থাপন করবেন বিধান রিবেরু ও আলোচনা করবেন জোৎস্না কাজী। হুমায়ুন আহমেদ স্মরণে প্রবন্ধ উপস্থাপন করবেন মোহাম্মদ আজম, আলোচনা করবেন মাজহারুল ইসলাম। এদিনও রাত আটটায় রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী।
সমাপনী আয়োজনে ২২ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় মফিদুল হকের সভাপতিত্বে অমলেন্দু বিশ্বাস স্মরণে প্রবন্ধ উপস্থাপন করবেন মিলন কান্তি দে, আলোচনা করবেন অরুণা বিশ্বাস। ধন মিয়া স্মরণে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. রশীদ হারুন ও আলোচনা করবেন সাইদুর রহমান লিপন ও ফয়েজ জহির। আরজ আলী মাতুব্বর স্মরণে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সেলিম মোজাহার, আলোচনা করবেন মাসুম রেজা। রাত ৮টায় থাকছে যাত্রাপালা পরিবেশনা ও নাটক পাঠ।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জেএইচ