ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নাচ-গানে ছোটপর্দায় থার্টি ফার্স্ট নাইট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
নাচ-গানে ছোটপর্দায় থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইটে গাইবেন দেশের জনপ্রিয় শিল্পীরা

নতুন বছরকে স্বাগত জানাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে দেশের বিভিন্ন স্থানে রয়েছে নানান আয়োজন। এর মধ্যে বেসরকারি টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেগুলোর কয়েকটির খবর রইলো এখানে। 

ঢাকার তেজগাঁওস্থ বেঙ্গল স্টুডিওতে থাকছে নাচ, গান ও আড্ডা নিয়ে ‘সেলিব্রেটি মোমেন্টস’। এ অনুষ্ঠানে গাইবেন কনা, রাজিব, পুতুল, কোনাল, রমা, সম্রাট।

ইভান শাহরিয়ার সোহাগের নৃত্য পরিচালনায় নাচবেন সজল, মেহজাবিন, নিরব, সাবিলা নূর, চাঁদনী, এফএস নাঈম। আরটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ২০ মিনিটে।  

বিএফডিসির আট নম্বর ফ্লোরে এটিএন বাংলা স্টুডিওতে রয়েছে পাঁচ ঘণ্টার ‘নিউ ইয়ার সেলিব্রেশন ২০১৭’। এখানে সংগীত পরিবেশন করবেন তপন চৌধুরী, হাসান, এস. আই. টুটুল, শুভ্রদেব, রবি চৌধুরী, ডলি সায়ন্তনী, কনা, হাসান চৌধুরী, শফি মন্ডল, মারিয়া শিমু, সামিয়া জাহান, বাদশা বুলবুল ও দিনাত জাহান মুন্নী। নৃত্য পরিবেশন করবেন চাঁদনী। উপস্থাপনায় খন্দকার ইসমাইল ও ফাইজা খান। এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে রাত ৮টায়।  

ভাইকিংস ব্যান্ডের সদস্যরা, (ডানে) শাহনাজ বেলী।  ছবি: সংগৃহীতদেশ টিভির স্টুডিওতে ‘নিউ ইয়ার সেলিব্রেশন-২০১৭’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শাহনাজ বেলী  ও ভাইকিংস ব্যান্ডের সদস্যরা। সরাসরি সম্প্রচার করা হবে রাত ৯টা ৪৫ মিনিটে। উপস্থাপনায় নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।