ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কনসার্ট থামিয়ে শ্লীলতাহানি থেকে বালিকাকে বাঁচালেন আতিফ আসলাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
কনসার্ট থামিয়ে শ্লীলতাহানি থেকে বালিকাকে বাঁচালেন আতিফ আসলাম প্রশংসায় ভাসছেন আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: কনসার্ট চলছে দারুণ উল্লাস-উচ্ছ্বাসে। মঞ্চ মাতিয়ে গাইছেন আতিফ আসলাম। হঠাৎ আতিফ খেয়াল করলেন কনসার্টের দর্শক সারির সামনে একটি বালিকাকে ঘিরে ধরেছে কয়েকজন যুবক। গাইতে গাইতেই একটু এগিয়ে দেখেন ওই যুবকের দল বালিকার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করছে।

গান থামিয়ে দিলেন আতিফ। দৌড়ে ছুটে গেলেন সেই সারিতে।

তেড়েফুঁড়ে ধমক দিয়ে বের করে দিলেন ওই বখাটেদের। শ্লীলতাহানি থেকে রক্ষা করলেন সেই  বালিকাকে।

তার এই দুরন্ত সাহসের প্রশংসায় ভাসছে এখন পাকিস্তানের সংবাদমাধ্যম। শনিবার (১৪ জানুয়ারি) রাতে করাচি ইট ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত কনসার্টে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জানায়, কনসার্ট মঞ্চ ছেড়ে আতিফ দৌড়ে গিয়ে ধমক দিয়ে ওঠেন সেই বখাটেদের। বলে ওঠেন, “তোমরা তার সঙ্গে এমন করছো কেন? তোমরা মেয়ে দেখোনি কোনো দিন?”

বলিউডের অনেক জনপ্রিয় গানের সংগীততারকা আতিফ এসময় ওই বখাটেদের আরও বলেন, “তোমাদের মা অথবা বোনও তো এখানে থাকতে পারতেন, তাদের সঙ্গে এই আচরণটা করতে পারতে?”

তার ধমকে কনসার্ট ছেড়ে পালাতে বাধ্য হয় বখাটের দল। পরে আতিফের তত্ত্বাবধানে ওই বালিকাকে প্রহরা দিয়ে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়।

এই কনসার্টে অন্য তারকারদের সঙ্গে অংশ নেন বর্ষিয়ান শিল্পী আবিদা পারভীনও।

শ্লীলতাহানির চেষ্টার এই ঘটনায় কোনো মন্তব্য করেনি ফেস্টিভ্যাল আয়োজক কমিটি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।