ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হুমায়ুন ফরীদির জন্য একুশে পদক দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
হুমায়ুন ফরীদির জন্য একুশে পদক দাবি হুমায়ুন ফরিদী (ছবি: সংগৃহীত)

শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি সম্পর্কে আক্ষেপ করে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছিলেন, ‘আচ্ছা, এই মানুষটি কী অভিনয়কলায় একটি একুশে পদক পেতে পারেন না! এই সম্মান কী তার প্রাপ্য না?’ আজ তারা দু’জনই প্রয়াত। লেখকের সেই কথার সূত্র ধরে হুমায়ুন ফরীদিকে একুশে পদক প্রদানের দাবিতে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

‘ফরীদির জন্য একুশে পদক’ নামের ফেসবুকভিত্তিক একটি অনলাইন সংগঠনের উদ্যোগে এই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হচ্ছে। আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গণস্বাক্ষর সংগ্রহ চলবে।

 

অনলাইন সংগঠনটির কর্মী সিকদার লোটাস সবুজ জানিয়েছেন, একই দাবিতে আগামী ২৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কর্মসূচি পালন করবেন তারা। হুমায়ুন ফরীদির শিক্ষাজীবন কেটেছিলো এখানেই।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।