ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১০০ কোটি রুপির ঘরে ‘রইস’, হাফ সেঞ্চুরি করলো ‘কাবিল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
১০০ কোটি রুপির ঘরে ‘রইস’, হাফ সেঞ্চুরি করলো ‘কাবিল’ (বাঁ থেকে) ‘রইস’-এ শাহরুখ খান ও ‘কাবিল’-এ হৃতিক রোশন (ছবি: সংগৃহীত)

বলিউড বক্স অফিসে শাহরুখ খানের ‘রইস’ ও হৃতিক রোশনের ‘কাবিল’ মুক্তির চার দিন গেলো। এ লড়াইয়ে এখন পর্যন্ত বলিউড বাদশাই এগিয়ে। তার ছবিটি শুধু ভারতেই আয় করেছে ৭৬ কোটি ৮৩ লাখ রুপি। এর মধ্যে চতুর্থ দিন এর ঘরে এসেছে ১৭ কোটি রুপি। মুক্তির প্রথম তিন দিনে যথাক্রমে ২০ কোটি ৪২ লাখ রুপি, ২৬ কোটি ৩০ লাখ রুপি ও ১৩ কোটি ১১ লাখ রুপি আয় করে ‘রইস’।

অন্যদিকে আয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছে ‘কাবিল’। শুধু ভারতে এর আয় হয়েছে ৫১ কোটি ৮৭ লাখ রুপি।

এর মধ্যে চতুর্থ দিন এসেছে ১৩ কোটি ৩৪ লাখ রুপি। মুক্তির প্রথম তিন দিনে যথাক্রমে ১০ কোটি ৫৩ লাখ রুপি, ১৮ কোটি ৬৭ লাখ রুপি ও ৯ কোটি ৭৭ লাখ রুপি আয় করে ছবিটি।

রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রইস’ ভারতের মতো বহির্বিশ্বেও রমরমিয়ে ব্যবসা করছে। মুক্তির তিন দিনেই বিশ্বব্যাপী এর আয় ছাড়িয়ে গেছে ১০০ কোটি রুপির ঘর। এখন পর্যন্ত এটি ১২১ কোটি ২৩ লাখ রুপির ব্যবসা করেছে। এর মধ্যে ভারত থেকে ৮৩ কোটি ১০ লাখ রুপি ও অন্যান্য দেশ থেকে এসেছে ৩৮ কোটি ১৩ লাখ রুপি।

মুক্তির চতুর্থ দিনে শনিবার (২৮ জানুয়ারি) অস্ট্রেলিয়ায় ২২টি প্রেক্ষাগৃহ থেকে ৩৮ কোটি ৪৬ লাখ রুপি, নিউজিল্যান্ডে ১৭টি প্রেক্ষাগৃহ থেকে ২১ কোটি ২৩ লাখ রুপি আয় করেছে ‘রইস’। এদিন ‘কাবিল’ অস্ট্রেলিয়ায় ২২টি প্রেক্ষাগৃহ থেকে ১৫ কোটি ৮ লাখ রুপি এবং নিউজিল্যান্ডে ১৪টি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ১০ কোটি ৮৬ লাখ রুপি।

‘রইস’-এ শাহরুখ খানের সঙ্গে মাহিরা খান (ছবি: সংগৃহীত)মুক্তির তৃতীয় দিনেও ‘রইস’ বহির্বিশ্বে এগিয়ে ছিলো। গত ২৭ জানুয়ারি অস্ট্রেলিয়ায় ২৭টি প্রেক্ষাগৃহ থেকে ৬০ কোটি ২২ লাখ রুপি, নিউজিল্যান্ডে ১৮টি প্রেক্ষাগৃহ থেকে ১৮ কোটি ৯১ লাখ রুপি, যুক্তরাজ্যে ১১৪টি প্রেক্ষাগৃহ থেকে ১ কোটি ২৬ লাখ রুপি, যুক্তরাষ্ট্রে ২২৭টি প্রেক্ষাগৃহ থেকে ২ কোটি ৮৩ লাখ রুপি এবং কানাডায় ২৪টি প্রেক্ষাগৃহ থেকে ৬৭ কোটি ৯৮ লাখ রুপি আয় করেছে ছবিটি।

‘রইস’ ছবিতে শাহরুখ খান আছেন নাম ভূমিকায়। নব্বই দশকে গুজরাটের বেআইনিভাবে আমদানি-রপ্তানি করা অসাধু ব্যবসায়ী রইস আলমের গল্প তুলে ধরা হয়েছে এতে। তার ব্যবসায় লালবাতি জ্বালানোর চেষ্টায় মত্ত পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। রইসের প্রেমিকা হিসেবে বলিউডে অভিষেক হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের।

‘কাবিল’-এর দৃশ্যে হৃতিক রোশন ও ইয়ামি গৌতম (ছবি: সংগৃহীত)অন্যদিকে সঞ্জয় গুপ্ত পরিচালিত অ্যাকশনধর্মী ছবি ‘কাবিল’ অস্ট্রেলিয়ায় ২৮টি প্রেক্ষাগৃহ থেকে ১৪ কোটি ৯৮ লাখ রুপি, নিউজিল্যান্ডে ১৬টি প্রেক্ষাগৃহ থেকে ৮ কোটি ৪ লাখ রুপি, যুক্তরাজ্যে ৭৯টি প্রেক্ষাগৃহ থেকে ৩৪ কোটি রুপি, যুক্তরাষ্ট্রে ২২৬টি প্রেক্ষাগৃহ থেকে ১ কোটি ১ লাখ রুপি এবং কানাডায় ২৫টি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ২২ কোটি ৪ লাখ রুপি।

রাকেশ রোশন প্রযোজিত ‘কাবিল’-এ হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়ামি গৌতম। এতে দুই ভাই রনিত রয় ও রোহিত রয় আছেন খলচরিত্রে। আইনানুযায়ী বিচার না পেয়ে দৃষ্টিহীন স্ত্রীর খুনের প্রতিশোধ নিতে মরিয়া আরেক দৃষ্টিহীন তরুণকে ঘিরেই এর গল্প।

আরও পড়ুন>>>
* ‘রইস’ বনাম ‘কাবিল’: শাহরুখের ছবি হৃতিকের ওপরে
* হৃতিকের ছবির চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে শাহরুখের ‘রইস’

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।