ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ডুব’ নিয়ে চলছে শেয়ানে শেয়ানে লড়াই! (অডিও-ভিজ্যুয়াল রিপোর্ট)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
‘ডুব’ নিয়ে চলছে শেয়ানে শেয়ানে লড়াই! (অডিও-ভিজ্যুয়াল রিপোর্ট) ‘ডুব’ ছবি নিয়ে বিতর্কের অডিও-ভিজ্যুয়াল রিপোর্ট

ঢাকা: ‘ডুব’ শব্দের মানেই বুঝি পাল্টে গেলো ‘ডুব’ ছবিতে… ডুব মানেতো লুকিয়ে যাওয়া কিন্তু এই নামের একটি চলচ্চিত্র নিয়ে এখন যা চলছে তাতে লুকোছাপার কিছু থাকলো না… সব কিছুই এখন যেনো ভেসে উঠেছে। 

প্রথমে কানাঘুষা… পরে ফিসির…ফিসির… অভিযোগ পাল্টা অভিযোগের পর এখন চলছে সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন।  

কথা উঠেছে… ডুব নাকি হূমায়ুন আহমেদের জীবনকে ঘিরে।

তাও আবার প্রয়াত এই দেশসেরা উপন্যাসিকের লেখক জীবন নয়, এক্কেবারে পারিবারিক জীবন। অভিযোগ নিয়ে হাজির হুমায়ূনের দ্বিতীয় স্ত্রী স্বয়ং। কারোতে চিনতে অসুবিধা হওয়ার কথা নয়… ইনি মেহের আফরোজ শাওন। নামে ডাকে কম যান না। তায় আবার ছিলেন হূমায়ূন কন্যা শিলার বান্ধবী। আর ছবিতেও নাকি সেটাই খুব গুরুত্বের সাথে সামনে আনা হয়েছে।  

যে ছবি আলোর মুখ দেখেনি তার কনটেন্ট নিয়ে এখন যা কিছু বলা হচ্ছে তা এই নাকি… হয়তো এসব শব্দেই বলতে হবে। কিন্তু প্রিভিউ কমিটি প্রথম ছাড় দিয়ে পরে আবার আটকে দেওয়ার পেছনে শাওনের যে একটা প্রভাব রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।  

কিন্তু ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নাছোরবান্দা। বেশ ক’টি ভালো ভালো ব্যতিক্রমধর্মী ছবি বানিয়ে তার নামও দেশের গণ্ডি ছাড়িয়েছে বৈকি। আর সে কারণে তার ডুবও কিন্তু দেশের গণ্ডি ছাড়িয়ে পাখা বিস্তার করেছে বিদেশে। বলিউডের নামকরা অভিনেতা ইরফান খান সে ছবিতে প্রধান ভূমিকায়। রয়েছেন কোলকাতার অভিনেত্রী পার্নো মিত্রও। আর অপর গুরুত্বপূর্ণ ভূমিকায় স্বয়ং নির্মাতা ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। রূপে..গুনে..নামে তিনিও কম যান না।  

ফলে লড়াইটা জমে উঠেছে… শেয়ানে শেয়ানে লড়াই বলতে যা বুঝায়।  

তা হোক লড়াই… দেখা যাক কোন পর্যন্ত গিয়ে ঠেকে।  

ফারুকী বলছেন… এটি নিছক একটি মৌলিক গল্প… তার সঙ্গে কারো জীবনের ঘটনা মিলে গেলে তার কিছুই করার নেই। আর সে জন্য তিনি দায়বদ্ধও না। একটি মহল তার ছবিটি আটকে দিয়ে ক্ষতি করতে চাইছে। আর শেষ দেখতে তিনি প্রয়োজনে আদালতের দ্বারপ্রান্তেও যাবেন।  

শাওন অবশ্য এখুনি আদালতের কথা ভাবছেন না… তিনি বলছেন প্রিভিউ কমিটির ওপরই তার ভরসা… তারাই পারবেন ‘ডুব’কে চিরতরে তলিয়ে দিতে।  

কিন্তু সে কি সম্ভব? দেখাই যাক না! নিশ্চয়ই সময় বলে দেবে সে কথা। তবে এটা সত্য… এসব ঘটনায় ডুব নিয়ে সাধারণে আগ্রহ বেড়েছে বই কমেনি।  

বাংলাদেশ সময় ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।