ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাবার সুর নিয়ে ইমনের স্বপ্নের অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বাবার সুর নিয়ে ইমনের স্বপ্নের অ্যালবাম মতিউর রহমান চৌধুরী ও ইমন চৌধুরী (ছবি: সংগৃহীত)

চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য ও গিটার বাদক ইমন চৌধুরী সুরকার হিসেবেও বেশ আলোচিত। ব্যান্ডের বাইরে তার সুর-সংগীতে কিছু গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গানে গানে বাবা মতিউর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন ইমন চৌধুরী।

ইমন তার বাবার সুরারোপিত দেশাত্ববোধক গানগুলো নিয়ে নিজের সংগীতায়োজিনে প্রকাশ করেছেন ‘একুশ এলো ফিরে’। তিন গানের এই অ্যালবামে গান লিখেছেন কালাম মাহমুদ, এমডি গোলাম মহিউদ্দিন ও প্রয়াত অনূপ ভৌমিক।

এম রেকর্ডসের ব্যানারে প্রকাশ হয়েছে ‘একুশ এলো ফিরে’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমা, অর্পা ও সুসান। শিল্পীরা নরসিংদীর নজরুল একাডেমির শিক্ষার্থী। এখান থেকেই গান শিখেছেন ইমন।  

ইমন বলেন, ‘আমার বাবা আমার শিক্ষক। তার কাছ থেকে সুর ধার করে চলছে আমার পুরো সংগীতজীবন। এই অ্যালবামটি বাবার প্রতি আমার ভালোবাসার নিদর্শনমাত্র। ’

* ‘একুশ এলো ফিরে’ অ্যালবাম: 

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।