ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অন্য অমিত অন্য লাবণ্যর গল্প

স্মিতা সাহা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
অন্য অমিত অন্য লাবণ্যর গল্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: একদিকে উত্তম-মাধবীর সেই ক্ল্যাসিক ‘ছদ্মবেশী’, অন্যদিকে ‘শেষের কবিতা’র অমিত আর লাবণ্য— এই দুই-ই আছে জি বাংলার নতুন সিরিয়ালটিতে, আবার নেইও। নির্মাতা জানালেন, গল্পের সঙ্গে মিলে নেই ‘শেষের কবিতা’র কিংবা উত্তমকুমার অভিনীত ‘ছদ্মবেশী’ চলচ্চিত্রের। সিরিয়াল ‘ছদ্মবেশী’ জানাবে যমজ ভাইয়ের গল্প।

এ তো পরিচিত প্লট। একে একে চোখের সামনে ভেসে ওঠে ‘রাম অউর শাম, ‘কিষেণ কানাইয়া’, ‘গোপী কিষেণ’, ‘রাউডি রাঠোর’-এর নানা দৃশ্য।

এখানেও অনেকটা তেমনই। ঘটনার দুর্বিপাকে হারিয়ে যাওয়া দুই ভাই বেড়ে ওঠে দু’টি ভিন্ন শহরে, দুই বিপরীত সামাজিক পরিবেশে। পরিচিত হিন্দি ছবির দ্বারা কতোটা প্রভাবিত এই মেগা সিরিয়াল?

কার্যনির্বাহী প্রযোজক পরিচালক সুশান্ত জানালেন, ‘খানিকটা মিল তো থাকবেই। তবে ট্রিটমেন্ট একদমই আলাদা। এই ধারাবাহিকে প্রচুর অ্যাকশন দৃশ্য থাকছে। ফ্যামিলি ড্রামার পাশাপাশি থাকছে প্রচুর অ্যাকশন আর দেদার মজা। ’

এনটিওয়ান স্টুডিওতে ‘ছদ্মবেশ’ নাটকের মহরত অমিতের জন্ম, কর্ম কলকাতায়। সুন্দরলাল বড় হয় লখনউতে। শহরের সম্ভ্রান্ত, শিক্ষিত পরিবার হলো রায় পরিবার। রায়বাড়ির ছোট ছেলে অমিত পেশায় একজন পুলিশ অফিসার। কাজের ব্যস্ততায় সে স্ত্রী লাবণ্য ও মেয়ে টুকটুককে সময় দিতে পারে না। ওর কাছে কর্তব্যই শেষ কথা। কঠোর স্বভাবের এই স্বামীকে নিজের মতো করে মানিয়ে নিয়েছে লাবণ্য। সে এই একান্নবর্তী পরিবারের সমস্ত দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছে। শ্বশুর-শাশুরি তাকে যথেষ্ট স্নেহ করেন। ভাসুর-জা’দের সঙ্গেও তার মধুর সম্পর্ক।

অপরদিকে টুরিস্ট গাইড সুন্দরলাল স্বভাবে বেশ রসিক। লখনউতে অমিত, লাবণ্য আর টুকটুক বেড়াতে যায়। সেখানেই সুন্দরলালের সঙ্গে তাদের পরিচয়। তারপর ঘটে যায় একটা সাংঘাতিক দুর্ঘটনা। এর ফলে রায় পরিবারের বর্তমান-ভবিষ্যৎ, সবকিছুই বদলে যায়।

এনটিওয়ান স্টুডিওতে ‘ছদ্মবেশ’ নাটকের কলাকুশলীরানায়কের নাম অমিত রায় আর নায়িকার নাম লাবণ্য কেন? ‘শেষের কবিতা’র সঙ্গে কোনও যোগসূত্র থাকছে? পরিচালক পীযুষ মানতে চান না। বললেন, ‘আসলে এই নাম দুটোর মধ্যে ভীষণভাবে একটা বাঙালিয়ানা আছে। দর্শকরা অতি সহজেই নামের মধ্যে দিয়ে চরিত্রের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। তাই ইচ্ছে করে এই নামগুলো ব্যবহার করছি আমরা। ’

ধারাবাহিকটি দেখা যাচ্ছে প্রতি সোম থেকে শনি, ভারতীয় সময় রাত সাড়ে নয়টা ও বাংলাদেশের সময় ১০ টার স্লটে। এতোদিন এই স্লটে জি বাংলার দর্শকরা রিয়েলিটি শো দেখতে অভ্যস্ত ছিলেন। সেই স্লটে ধারাবাহিক দেখানোর মানে আলাদা চাপ। সেটা কীভাবে সামলাচ্ছেন? পীযুষ জানালেন, ‘হ্যাঁ একটা চাপ আছে। তবে এই বিশ্বাসটাও আছে ধারাবাহিক দেখে দর্শক আনন্দ পাবেন। ’

এনটিওয়ান স্টুডিওতে ‘ছদ্মবেশ’ নাটকের শিশুলিল্পীএকদিকে লখনউর এক টুরিস্ট গাইড, অন্যদিকে কঠোর পুলিশ অফিসার। নায়িকা লাবণ্যের চরিত্রে আছেন নতুন মুখ প্রিয়াঙ্কা মিত্র। নাচ নিয়ে গ্রাজুয়েশন করছেন। তিনি বললেন, ‘আমার পোর্টফোলিও দেখে সুশান্তদা সিলেক্ট করেন। প্রথমেই মূল চরিত্রে সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সহশিল্পীরা প্রত্যেকে আমাকে ভীষণ সাহায্য করছেন। অনেক কিছু শিখছি, জানছি। আশা রাখছি দর্শকরা লাবণ্যকে ভালবাসবেন। ’

ধারাবাহিকের মূল চরিত্র হলো সুন্দরলাল। এছাড়া রয়েছে ছোট টুকটুক। অভিনয় করছে নার্সারির ছাত্রী অ্যাঞ্জেলিনা, কল্যাণী মণ্ডল, জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, মঞ্জুশ্রী, অনিন্দ্য ও সৌরভ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এস.এস/ এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।