ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই বাংলার নয় দলের নাট্যমেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
দুই বাংলার নয় দলের নাট্যমেলা উৎসবে মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোরের নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’ (ছবি: সংগৃহীত)

জাতীয় নাট্যশালায় আগামী ১০ মার্চ শুরু হচ্ছে' দুই বাংলার নাট্যমেলা ২০১৭'। এই নাট্যমেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এর আয়োজন করেছে নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর।

সংগঠনটি জানায়, ১০ মার্চ সন্ধ্যা ৬টায় নাট্যমেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতীয় দূতাবাসের হাই কমিশনার হর্ষবর্ধন স্প্রিংলা।

৮ দিনের নাট্যমেলায় অংশ নেবে দুই বাংলার নয়টি নাট্যদল।

এগুলো হলো— সংসৃতি, গ্রীণরুম থিয়েটার, নিভা আর্টস, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র (ভারত) ও প্রাঙ্গণেমোর, নাগরিক নাট্যাঙ্গন, লোক নাট্যদল, থিয়েটার আর্ট ইউনিট এবং সুবচন নাট্য সংসদ। প্রতিদিন নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।