ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যারা গান শোনে না তারা মানুষ হত্যা করতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
যারা গান শোনে না তারা মানুষ হত্যা করতে পারে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ‌আসাদুজ্জামান নূর/ছবি: সুমন

ঢাকা: রবীন্দ্র সঙ্গীতের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করতে গিয়ে সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমার মনে হয় সব মানুষই গান শোনে, সুন্দর সমাজ গড়তে হলে গান শোনার প্রয়োজন, গান মানুষকে সুন্দর করে। একমাত্র তারাই গান শোনে না, যারা মানুষ হত্যা করে।

রোববার (০৫ মার্চ) সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে কারাধ্যক্ষ বিকাশ রায়হানের রবীন্দ্র সঙ্গীত অ্যালবাম সন্ধ্যার মেঘমালার মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি মন্ত্রী।

তিনি বলেন, হলি আর্টিজানে ৫ জন ছেলে কীভাবে ২০ জন মানুষকে হত্যা করে, তাও আবার ধর্মের কথা বলে।

হয়তো ওরা কখনও গান শোনেনি। আর শুনলেও ধারণ করেনি। যদি তারা গান শুনতো তাহলে মানব হয়ে দানবের মতো কাজ করতে পারতো না। কারণ গান মানুষকে সুন্দর করে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ কারা মহাপরিদর্শক মো. বজলুর রশীদ, বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী এবং চ্যানেল আই‘র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।