ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জিৎ-এর ‘বস টু’ নাম নিয়ে আপত্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
জিৎ-এর ‘বস টু’ নাম নিয়ে আপত্তি ‘বস টু’-এর পোস্টার

তেলেগু চলচ্চিত্র ‘বিজনেসম্যান’ থেকে ২০১৩ সালে কলকাতায় তৈরি করা হয় ‘বস’ ছবিটি। জিৎ-শুভশ্রী অভিনীত ছবিটি দর্শক নন্দিত হয়। এই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে যৌথ প্রযোজনায়। এর নাম ‘বস ২’। ঘোষণার পর থেকেই নামটি নিয়ে আপত্তি তুলেছেন বাংলাদেশি অংশের দর্শকরা।

“আবারও সেই পুরনো ‘বাদশা’র জুটি। জাজ, বাবা যাদব, জিৎ, নুসরাত ফারিয়া আর ঈদ— তারাই ছিলেন গত বছরের সেরা ধামাকা ।

আর এবার তাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন শুভশ্রী, ইন্দ্রনীল ও অমিত হাসান, সাথে জিৎ গাঙ্গুলির মিউজিক কম্পোজিশন । আশা করছি এই ঈদেও অনেক বড় একটা ধামাকা হবে ‘বস ২”— জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুকে পাতায় ১৪ মার্চ এমন ঘোষণা দেওয়া হয়। এর পর থেকেই চলছে নামটি নিয়ে তর্ক-বিতর্ক ও সমালোচনা।  

সাজ্জাদ খান নামে একজন ওই পোস্টের নিচে মন্তব্য করেছেন, “অগ্নি-২ কলকাতায় ‘অগ্নি’ হলে ‘বস ২’ কেন বাংলাদেশে ‘বস’ হবে না? জাতি জানতে চায়। ”

রাশেদুল ইসলমাম রাসেল লিখেছেন, ‘…তাহলে কি ধরে নিবো আমাদের বাংলাদেশের যৌথ প্রযোজনার কোনো নিজস্ব নিয়মনীতি নেই? সবই ভারতের কথা বার্তায় চলে! তারা যেভাবে বলে সেটাই করা হয়। ’

এম হাসান অনিক লিখেছেন, ‘ বাংলাদেশে এটা ‘বস’ নামে প্রথম মুভি। তো এটাকে ‘বস ২’ নাম দেওয়া হচ্ছে কেন? কলকাতায় তো আমাদের ‘অগ্নি ২’কে ‘অগ্নি’ নাম দেওয়া হয়েছিলো। ’

এদিকে ছবিটির নায়ক-নায়িকা-পরিচালক-সংগীত পরিচালক সবাই কলকাতার। এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাহরে এটি কী করে যৌথ প্রযোজনা হচ্ছে?

যৌথ প্রযোজনার ছবির গান নিয়েও প্রশ্ন তুলেছেন গায়ক লুৎফর হাসান। জাজ-এর ওই পোস্টের নিচে তিনি লিখেছেন, ‘মিউজিকে আমাদের দেশের কাউকে রাখেন না কেন? হাবিব, হৃদয়, রুমি এরা কি থাকতে পারে না? কী অদ্ভুত! পুরোটা ওপারের, এটা হতাশার ইঙ্গিত। আশা করি, ভেবে দেখবেন। ’

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।