ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বৈশাখে মিনারের ৭ গান-ভিডিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বৈশাখে মিনারের ৭ গান-ভিডিও মিনার রহমান, ছবি: বাংলানিউজ

দেশীয় সংগীত জগতে এই মূহুর্তে আলোচিত নাম মিনার রহমান। জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর ব্যস্ততা একটু বেশিই। কী স্টেজ কী স্টুডিও, মিনার অগ্রগণ্য। আসছে পহেলা বৈশাখে মিনার ভক্তরা পেতে যাচ্ছেন নুতন গান ও ভিডিও।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলানিউজের সঙ্গে আলাপে মিনার জানান, বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ ঘিরে বেশ কিছু কাজ করেছেন তিনি। এর মধ্যে আছে একটি নতুন একক (ইপি), একটি সিঙ্গেল ও তিনটি মিউজিক ভিডিও।

জানা যায়, নাম চূড়ান্ত না হওয়া মিনারের নতুন এককে থাকছে তিনটি গান। এগুলো লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মিনারের সুরে এগুলো সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এটি প্রকাশ করবে সংগীতা।

গানচিল মিউজিকের জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন মিনার। এটিও শোনা যাবে বৈশাখে। আসিফ ইকবালের কথায় ‘কখনো ওড়াও’ শিরোনামের গানটির সুর শিল্পীর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

এতো গেলো এক ইপি ও এক সিঙ্গেলের খবর। এবার আসা যাক মিউজিক ভিডিওর প্রসঙ্গে। মিনার জানান, তার গাওয়া পুরনো তিনটি গানের ভিডিও ছাড়া হবে এই বৈশাখে। গানগুলো হলো— ‘দেয়ালে দেয়ালে’, ‘কারণে অকারণে’ ও ‘পাগল’। এগুলো নির্মাণের পেছনে থাকবেন মিজানুর রহমান আরিয়ান, সৈকত নাসির ও প্রেক্ষাগৃহ।  

আরও পড়ুন>>>
সাইকোলজি ধরতে না পারলে হবে না

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।