ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাজেরে বাজে ঢোল... রায়ান তাজের বৈশাখের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বাজেরে বাজে ঢোল... রায়ান তাজের বৈশাখের গান রায়ান তানজিব তাজ (ছবি: সংগৃহীত)

তাজকে নিয়ে অনেক ভালো ভালো কথা লেখা যায়। পুরো নাম রায়ান তানজিব তাজ। বিশ্বখ্যাত একটি এলিভেটর কোম্পানির আইটি স্পেশালিস্ট হিসেবে এর নিউইয়র্ক অফিসে কর্মরত এই বাংলাদেশি যুবক।

সদা হাসিমুখ, স্মার্ট, ফ্যাশনদুরস্ত। মুখে হাসির সাথে লেগে থাকে আরেকটি বিষয়।

তা গান। তাজ গান করেন। গান তার প্যাশন। এ কারণেই নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে খুব চেনামুখ, প্রিয়মুখ। কেবল নিউইয়র্কেই নয়, গান তাকে পরিচিত করেছে গোটা উত্তর আমেরিকাতেই।

প্রায় দেড় দশক ধরে পশ্চিমা দেশে থাকলেও পাশ্চাত্যের কালচারে অভ্যস্ত না হয়ে তাজ মনে প্রাণে ধরে রেখেছেন ষোলআনা বাঙালিয়ানা। বাংলাগানেই তার প্রাণ। পহেলা বৈশাখ সামনে রেখে এবার তিনি গেয়েছেন- বাজেরে বাজেরে বাজে ঢোল...তাকদুম, তাকদুম, তাকদুম বাজে ঢোল। শহর বন্দর গঞ্জে আর বটতলার মঞ্চে লেগেছে আনন্দ উৎসব...

গানে তিনি বৈশাখ উদযাপনের সব অনুসঙ্গ এনেছেন ফুটেজ হিসেবে। আর চলমান সেই ভিডিও চিত্রের ওপর বাঙালি সাজে তাজের গাওয়ার দৃশ্য সুপার ইমপোজ করে তৈরি হয়েছে এই গানের ভিডিও চিত্র। যা এরই মধ্যে ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে।       

বগুড়ার ছেলে রায়ান তাজ প্রায় ১০ বছর ধরে গানের জগতে রয়েছেন। দেশে-প্রবাসে করেছেন শত শত গানের শো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ছাড়াও লন্ডন, দুবাই, হংকং ও সিডনিতেও শো করেছেন। গানের পাশাপাশি ইলেক্ট্রনিক বাদ্যযন্ত্রেও সমান পারদর্শী। টিজে নামে তার নিজস্ব সাউন্ড সিষ্টেমও রয়েছে।

নিউইয়র্কে জেমিনি অ্যাওয়ার্ডে ভূষিত রায়ান তাজ পেয়েছেন আরও অনেক অনেক পুরস্কার। তার স্ত্রী প্রমিতা খান প্রমিও গান করেন। উত্তর আমেরিকার সঙ্গীত জগতে এই দম্পতি ‘প্রমি-তাজ’ জুটি নামেই পরিচিত।

বাজে রে বাজে ঢোল গানের ভিডিও


বাংলাদেশ সময় ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।