ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন দিনে ৪০০ কোটির ঘরে ‘বাহুবলী টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মে ১, ২০১৭
তিন দিনে ৪০০ কোটির ঘরে ‘বাহুবলী টু’ ‘বাহুবলী টু’ ছবির পোস্টার

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়লো এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। বাণিজ্য গবেষকদের হিসেব অনুযায়ী ইতিমধ্যে ৪০০ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি।

এ প্রসঙ্গে হায়দ্রাবাদের এক বাণিজ্য গবেষক জানান, “গত ২৮ এপ্রিল সারা বিশ্বের প্রায় আট হাজার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। মুক্তির তিন দিনেই ৪০০ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি।

হাজার কোটি বাজেটে নির্মিত ছবিটি ৫০ দিন চলবে ওই আট হাজার প্রেক্ষাগৃহে। ”

তিনি আরও জানান, ‘রাজামৌলির পরিচালিত ছবিটি মুক্তি প্রথম দিনে ১২১ কোটি রুপি আয় করে। যার মধ্যে ভারত থেকে ৪১ কোটি ও তামিল, মালায়ালাম এবং তেলুগু থেকে ৮০ কোটি। ’

বাণিজ্য গবেষক কমল নাহাতা টুইটারে লিখেছেন, “একদিনে ১২১ কোটি রুপি আয় করলো ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। ”

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।