ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভোটকেন্দ্রে খোয়া গেলো কবরীর সেলফোন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মে ৫, ২০১৭
ভোটকেন্দ্রে খোয়া গেলো কবরীর সেলফোন  কবরী, ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী ভোট দিতে গিয়েছিলেন এফডিসিতে। অনাকাঙ্খিত ঘটনার শিকার হলেন তিনি। সেলফোন হারিয়ে ক্ষুব্ধ কবরী দ্রুত এফডিসি ত্যাগ করেছেন।

শুক্রবার (৫ মে) বিকেলে শিল্পী সমিতির নির্বাচনে ভোট প্রয়োগ করতে এফডিসি পৌঁছান কবরী। শিল্পী সমিতির কার্যালয়ে প্রবেশ পথে ভিড়ের মধ্যে সেলফোন হারিয়ে ফেলেন তিনি।

পরে খোঁজাখুঁজি করেও সেটি আর পাওয়া যায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা।  

এ ঘটনায় ক্ষুব্ধ অভিনেত্রী কবরী এফডিসির পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন। পুরনো ও নতুন কমিটির নেতাকর্মীদের উদ্দেশ্য করে উচ্চবাচ্য করেন তিনি। অনভিপ্রেত এই ঘটনার পরপরই এফডিসি ত্যাগ করেন চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী।

তথ্য : সবুজ পারভেজ
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।