ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন গানরাজ অংকন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ৬, ২০১৭
নতুন গানরাজ অংকন দুই রানার আপের মাঝখানে সেরা অংকন (ছবি: সংগ্রহীত)

‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় এবারের বিজয়ী রবিশালের অংকন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সে বললো, ‘গান নিয়ে আমি যেতে চাই অনেক দূর।’

‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’-এর ষষ্ঠ আসরের সেরা খেতাব পাওয়ার পাশাপাশি অংকন পুরস্কার হিসেবে জিতেছে পাঁচ লক্ষ টাকার চেক। সেই সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ হাসপাতাল ও গ্রীণলাইফ হসপিটালের সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত চিকিৎসাসেবার সনদ।

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটা। জমকালো মঞ্চ। কানায় কানায় পূর্ণ দর্শক। মুর্হমুহু করতালি আর উল্লাস ধ্বনি। আট মিনিটের একটি নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হয় এবারের ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ, সিজন-৬’ গ্র্যান্ড ফিনালে। ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানের সঙ্গে ভাংরা নৃত্য পরিবেশন করেন সেরা নাচিয়ের সিনথিয়া, দোলা, মিতি, শোভা, রোজা, সাজিন, লোটাস, প্রাপ্তি ও অহি।

সদ্যপ্রয়াত সংগীশিল্পী লাখী আখান্দকে স্মরণ করা হয় অনুষ্ঠানের শুরুর দিকে। এই শিল্পীর গাওয়া কয়েকটি জনপ্রিয় গানের ম্যাডলি পরিবেশনায় অংশ নেয় সেরা সাত প্রতিযোগী। এ সময় পর্দায় ভেসে উঠে লাকী আখান্দের কিছু স্থিরচিত্র।  

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো ভারতীয় কণ্ঠশিল্পী মিতালী মুখার্জির পরিবেশনা। ‘এই দুনিয়া আর সেই দুনিয়া নয়’, ‘বুকের ভেতর থাকনা কিছু কষ্ট জমিয়ে’ ও ‘কেনো আশা বেঁধে রাখি’ গানগুলো শোনান তিনি। আরও ছিলো তানজিলের পরিচালনায় চিত্রনায়িকা মাহিয়া মাহির নৃত্য।  

ছবি: সংগৃহীত৫ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় এ জাঁকালো আয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। বিজয়ীদের নাম ঘোষণা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।  

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ঠাকুরগাঁওয়ের ঐক্য। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় তিন লক্ষ টাকা। দ্বিতীয় রানার আপ হয়েছে চট্টগ্রামের ঐশি। তার হাতে তুলে দেওয়া হয় নগদ ২ লক্ষ টাকা। তারাও পেয়েছে শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ। অপর ফাইনালিষ্ট প্রান্ত, অংকন, ঐক্য, ঐশি, তিলোত্তমা, অথি ও ঈশিকা। বিশেষ পুরস্কার পেয়েছে সেরা সাতের একজন তিলোত্তমা।

ক্ষুদে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশিদ মজুমদার ও মুকিত মজুমদার বাবু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ ও শরীফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম রজ্জব শরীফ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও এস আই টুটুল।  

ছবি: সংগৃহীতপ্রতিযোগীদের চূড়ান্ত পরীক্ষা পর্বে সেরা সাত ক্ষুদেশিল্পীর একক পরিবেশনা ছাড়াও তাদে সাথে দ্বৈত সংগীত পরিবেশন করেন শফি মন্ডল, মেহের আফরোজ শাওন, শফিক তুহিন, আঁখি আলমগীর, ইমরান, শারমিন, আশিক। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।  

ক্ষুদে গানরাজের এই আসরে ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৬’ এর প্রধান বিচারক মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও উপস্থাপক মারিয়া নূরের নাম ঘোষণা করা হয়। সেরাকণ্ঠ পরিচালনা করবেন ক্ষুদে গানরাজের পরিচালক ইজাজ খান স্বপন। মীম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।