ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুম্বাইয়ের ট্রাফিক এড়াতে জাস্টিনের জন্য হেলিকপ্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, মে ৮, ২০১৭
মুম্বাইয়ের ট্রাফিক এড়াতে জাস্টিনের জন্য হেলিকপ্টার জাস্টিন বিবার (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক পপ সেনসেশন জাস্টিন বিবার তার ‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’-এর ব্যাপ্তি বাড়িয়েছেন। ট্যুরটির এশীয় অঞ্চলের সংগীত সফরের অংশ হিসেবে তিনি এবার আসছেন ভারতে। আগামী ১০ মে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গাইবেন ২২ বছর বয়সী এই তারকা। ইতিমধ্যে ভারতে পৌঁছে গেছে তার ব্যান্ড দল।

তবে চমকপ্রদ ব্যাপার হলো, কানাডিয়ান এই তারকা যে হোটেলে অবস্থান করবেন সেখান থেকে স্টেডিয়ামে পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করবেন তিনি। মুম্বাইয়ের ট্রাফিক দেখে বিবার যাতে বিরক্ত না হন সে কারণেই এমনটা সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

আগামী ১০ মে দুপুর ২টার দিকে খোলা হবে স্টেডিয়ামের দরজা। এর দুই ঘণ্টা পর সেখানে পৌঁছাবেন ‘বেবি’ খ্যাত এই তারকা। তবে, জাস্টিনের পরিবেশনা শুরু হবে সন্ধ্যা ৭টা অথবা সাড়ে ৭টার দিকে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, মে ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।