ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে রোমান্টিক শর্ট ফিল্ম ফেস্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
ঈদে রোমান্টিক শর্ট ফিল্ম ফেস্ট ‘রোমান্টিক শর্টফিল্ম ফেস্ট’-এর চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান (ছবি: সংগৃহীত)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে। বিশেষ করে রোমান্টিক গল্পের ছবিগুলো নজর কাড়ছে। অনলাইনে প্রচারের উদ্দেশে তৈরি হওয়া স্বল্পদৈর্ঘ্যের ছবিগুলো খুব কম সময়ে দর্শক টানতে পারছে। এর পেছনে বিশেষ ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 

এবার আর অনলাইনে নয়। টেলিভিশনে জন্য তৈরি হবে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি।

ঈদ উপলক্ষে এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘রোমান্টিক শর্টফিল্ম ফেস্ট’। এগুলো প্রচার হবে ইউরোপভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে। ১৯ মে থেকে বাংলাদেশে পুরোপরি নতুনভাবে সম্প্রচার  শুরু হচ্ছে চ্যানেলটির। এরই অংশ হিসেবে ঈদুল ফিতরে  শুরু হচ্ছে এই উৎসব।  

বাংলা টিভি ও টাইগার মিডিয়া যৌথভাবে আয়োজন করছে ‘রোমান্টিক শর্ট ফিল্ম ফেস্ট’। চ্যানেলটিতে ঈদের ৫ দিন প্রতি রাত ৮ টায় প্রচার হবে এক বা একাধিক ছবি। এ উপলক্ষে ৯ এপ্রিল বাংলা টিভি ভবনে বাংলা টিভি ও টাইগার  মিডিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

এতে ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক ও টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভি। আরও ছিলেন বাংলা টিভির উপদেষ্টা ড. দিনাক সোহানী, পরিচালক মীর শামস শান্তনু , অনুষ্ঠান প্রধান দীপংকর দীপন, বার্তা প্রধান দীপ আজাদ, বিপণণ প্রধান এ এইচ আহমেদ বি সরকার।

অনুষ্ঠানে জানানো হয়, টেলিভিশনের তারকা শিল্পীদের প্রাধান্য দিয়ে ছবিগুলো তৈরি করবেন এ সময়ের কয়েকজন নির্মাতা। অচিরেই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।