ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১৫০০ কোটির ঘরে ‘বাহুবলী টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
১৫০০ কোটির ঘরে ‘বাহুবলী টু’ ছবি: সংগৃহীত

মুক্তির শুরু থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলছে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। এবার আরও একটি ইতিহাস গড়লো এটি। ১৫০০ কোটির ঘরে পৌঁছালো ছবিটি।

ভারতীয় কোনো ছবি হিসেবে প্রথম এ মাইলফলক স্পর্শ করেছে। এ জন্য মাত্র ২১ দিন সময় নিয়েছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’।

ভারতীয় বক্স অফিস গবেষক রমেশ বালা টুইটারে জানান, “২১ দিন শেষে, ভারতে ছবিটি সব মিলিয়ে আয় করেছে ১২২৭ কোটি রুপি এবং ভারতের বাইরে আয় করেছে ২৭৫ কোটি রুপি। সব মিলিয়ে আয় ১৫০২ কোটি রুপি। ”

এছাড়া টুইটারে বাহুবলী নির্মাতাদের পক্ষ থেকেও ১৫০০ কোটি রুপি আয়ের খবরটি জানানো হয়েছে। পাশাপাশি এ অর্জনের পেছনে দর্শকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।