ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে সানির প্রশ্ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জুন ৩, ২০১৭
চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে সানির প্রশ্ন ছবি: সংগৃহীত

আইনি জটিলতা কাটিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নেতারা। বিভিন্ন ঘটনা-পরিক্রমার পর এফডিসি এখন কিছুটা শান্ত। এ অবস্থায় পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানি শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অন্য নেতাদের কাছে কয়েকটি প্রশ্ন রেখেছেন। 

২ জুন বিকেলে ওমর সানি ফেসবুকে এক স্ট্যাটাসে সভাপতি মিশা সওদাগর ও জায়েদ খান ও অন্য নেতাদের উদ্দেশে পাঁচটি প্রশ্ন ছুঁড়েছেন। তিনি লিখেছেন, ‘আমি প্রশ্ন করছি, আমার শিল্পী সমিতিকে প্রশ্ন করছি।

ওমর সানির প্রশ্নগুলো হলো— ‘শাকিব খানের ওপর আঘাত করা হলো, আমরা চুপ? রাজ্জাক স্যারকে অপমান করা হলো, আমরা চুপ? বাপ্পারাজকে অপমান করা হলো, আমরা চুপ ? অভিনেতা চিকন আলীকে আঘাত করা হলো, আমরা চুপ ? আলমগীর স্যার নাকি চলচ্চিত্র বোঝেন না, এখানেও আমরা চুপ ?’

সানি আরও লিখেছেন, ‘কি বললে আমরা কথা বলবো এটা বলবেন কি মিশা ও জায়েদ এবং অন্য কর্মকর্তারা? আমরা জানতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।