ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এর আগে এমন গান গাইনি: আসিফ আকবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এর আগে এমন গান গাইনি: আসিফ আকবর শহীদ মাহমুদ জঙ্গী ও আসিফ আকবর (ছবি: সংগৃহীত)

‘ওপর দিক থেকে শার্টের দ্বিতীয় বোতাম খোলা রয়ে যায় ভুলে/জন্মদিনে ফুল গুঁজে দেয়া হয়না তোমার এলিয়ে পড়া চুলে/অকারণে গুণগুণ গুণগুণ/ খেয়ালি কথার ধুন/কতো আর ভালো লাগে’— ঈদুল ফিতরে এমন ব্যতিক্রমী কথার গান নিয়ে আসছেন আলোচিত গায়ক আসিফ আকবর। প্রথমবারের মতো এই শিল্পীর জন্য গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী।

‘ভালো থেকো’ শিরোনামে এই গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন আসিফ। তরুণ মুনসীর সুর ও সংগীতায়োজনে এরই মধ্যে গানটির ভিডিও তৈরি হয়েছে।

এটি তৈরি করেছেন সাদাত হোসাইন। ঈদে ‘ভালো থেকো’র গান-ভিডিও প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল।    

শহীদ মাহমুদ জঙ্গীর সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত আসিফ। তিনি বলেন, ‘আত্মীয়তার সূত্রে তিনি আমার দুলাভাই। প্রথমবারের মতো তার লেখা গান গেয়েছি। এটি আমার জন্য ভীষণ প্রাপ্তির। সুরকার হিসেবে তিনিই তরুণকে পছন্দ করেছেন। সব মিলিয়ে পাঁচ মাসের পরিশ্রমের পর গানটি তৈরি হয়েছে। আমার দৃষ্টিতে সাম্প্রতিককালে এমন গান হয়নি, হলেও আমি শুনিনি বা ফোকাস হয়নি। এর আগে এমন গান গাইনি। ’

আসিফ জানান, একজন মানুষের কলেজ জীবনের প্রেমের সম্পর্ক, সংসার থেকে শুরু করে মধ্যবয়স্ক একজন মানুষের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে গানটির কথায়। সব মিলিয়ে এটি তার জীবনের স্মরণীয় একটি গান হতে যাচ্ছে। অচিরেই অনুষ্ঠিত হবে ‘ভালো থেকো’র প্রকাশনা অনুষ্ঠান।  

রেনেসাঁ, সোলস, এলআরবি ব্যান্ড ছাড়াও অনেক শিল্পীর জন্য লিখেছেন জঙ্গী। তার লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘সময় যেন কাটে না’, ‘ভালোবাসি এ সবুজের মেলা’, ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’, ‘চায়ের কাপে পরিচয়’, ‘দখিনা হাওয়া ওই তোমার চুলে’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।