ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আসিফের নতুন মিউজিক ভিডিও চার প্ল্যাটফর্মে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ২০, ২০১৭
আসিফের নতুন মিউজিক ভিডিও চার প্ল্যাটফর্মে আসিফ আকবর ও সোনিয়া হাসান

‘ভালো থেকো’ শিরোনামের একটি গান গেয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর। এবার চারটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ হলো সেই গানের ভিডিও। এগুলো হলো— বাংলালিংকের বাংলাফ্লিক্স, রবির রবিস্ক্রিন, টেলিটকের টেলিফ্লিক্স ও বাংলা ঢোলের ইউটিউব চ্যানেল। 

ঈদুল ফিতর উপলক্ষে আসিফের জন্য ব্যতিক্রমী কথার গানটি লিখেছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সুর ও সংগীতায়োজন করেছেন তরুন মুনশী।

১৯ জুন প্রকাশিত ‘ভালো থেকো’র ভিডিওতে মডেল হয়েছেন আসিফ ও সোনিয়া হাসান। এটি তৈরি করেছেন সাদাত হোসাইন।  

কলেজ জীবনের প্রেমের সম্পর্ক, সংসার, মধ্যবয়স পর্যন্ত একজন মানুষের ভাবনা, স্মৃতি ও প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে গানটির কথায়। সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারে স্মরণীয় একটি গান বলে মনে করছেন আসিফ। ‘ভালো থেকো’র প্রকাশনা উপলক্ষে বাংলা ঢোলের ফেসবুকে লাইভে উপস্থিত ছিলেন আসিফ।  

* ‘ভালো থেকো’ গানের ভিডিও— 

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।