ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথম নয়াদিল্লি শর্টফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম ‍আহ্বান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১৭
প্রথম নয়াদিল্লি শর্টফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম ‍আহ্বান প্রথম নয়াদিল্লি শর্টফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম ‍আহ্বান

ঢাকা: দিন দিন মানুষের আগ্রহে পরিবর্তন হচ্ছে। পাল্টাচ্ছে সিনেমা বানানোর কৌশল। আর শর্টফিল্ম আমাদের মানসিকতায় নিয়ে আসছে অন্যরকম এক প্রভাব। দৃষ্টিভঙ্গি বদলের এ প্রভাব কতটুকু তা এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর ফিকশন চলচ্চিত্রের মাধ্যমে দেখানো হবে ভারেতর রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে।

চলতি বছরের নভেম্বর মাসেই শুরু হচ্ছে প্রথম নয়াদিল্লি ফিল্ম ফেস্টিভ্যাল। এতে অংশ নিতে পারবেন ভারতের চলচ্চিত্র নির্মাতারা।

নির্দিষ্ট ক্যাটাগরিতে জমা দিতে পারবেন তাদের চলচ্চিত্র। এ তথ্য জানান নয়াদিল্লি ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক রাকেশ আনদানিয়া।

একুশ শতকের আগে চলচ্চিত্র উৎসব ছাড়া উত্তর ভারত ছিলো একেবারে অসম্পূর্ণ। ২০০৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হানু রজ জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (জেআইএফএফ) আয়োজন করেন। এ উৎসবটি প্রতিবছরের জানুয়ারি মাসে আয়োজন করা হয়। কিন্তু আজকের দৃশ্য ভিন্ন। ভারতজুড়ে ২০টি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। কিন্তু দিল্লিতে শর্টফিল্ম ফেস্টিভ্যালের কমতিটা রয়ে গেছে আগে থেকেই।

উৎসবের এ শূন্যতাটুকু মনে লাগে হানু রজ এর। তিনি সিদ্ধান্ত নেন এ শূন্যতা পূরণে দিল্লিতে শর্টফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনের।

ব্যবস্থাপনা পরিচালক রাকেশ আনদানিয়া জানান, চলচ্চিত্র উৎসবে সাত ধরনের ছবি জমা দেওয়া যাবে।

জমা দেওয়ার সাতটি ক্যাটাগরি হলো:
১. শর্ট ফিকশন (৩০ মিনিট) ২. শর্ট ডকুমেন্টারি (৩০ মিনিট) ৩. শর্ট অ্যানিমেশন (৩০মিনিট) ৪. স্টুডেন্ট ফিল্ম (শর্ট ফিকশন, ডকুমেন্টারি অ্যান্ড অ্যানিমেশন ১৫ মিনিটের মধ্যে) ৫. মোবাইল ফিল্ম (১৫ মিনিট) ৬. ওয়েব সিরিজ (সর্বোচ্চ ১০টি জমা দেওয়া যাবে, জুরি সদস্যরা সেখান থেকে সেরা একটি বাছাই করবেন) ৭. দিল্লি স্পেশাল (৭ এ টু ৭ ডি)। ৩০ মিনিট, শর্ট ফিকশন বা ডকুমেন্টারি জমা দিতে হবে।
৭ এ. দিল্লি বল দিল্লি পল (দিল্লির রাজনীতি, উন্নয়ন ও দিল্লি থেকে নয়া দিল্লি বিষয়ে)
৭ বি. ক্লিন দিল্লি, গ্রিন দিল্লি (পরিচ্ছন্ন দিল্লি, সুবজ দিল্লি বিষয়ে)
৭ সি. ফেয়ারার অ্যান্ড ফেয়ারলেস দিল্লি (স্বচ্ছ ও শংকাহীন দিল্লি)
৭ ডি. কালারফুল দিল্লি ও কালরচারাল দিল্লি (দিল্লির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি)

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘন্টা, জুন ২২, ২০১৭
জিওয়াই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।