ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আমার নাম তিশার বাবা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
‘আমার নাম তিশার বাবা’ নুসরাত ইমরোজ তিশা, ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে বিভিন্ন দেশের দর্শকের কাছেও পেয়েছেন পরিচিতি। 

সম্প্রতি দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে তিশার ছবি ‘ডুব’ (নো বেড অব রোজেস)। ছবিটিতে তিশার অভিনয়ের প্রশংসা করা হচ্ছে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে।

এ নিয়ে গুণী এই শিল্পী আবেগাপ্লুত।  

এমন সুখের দিনে তিশা স্মরণ করেছেন তার জন্মদাতা পিতা প্রয়াত মোহাম্মদ ইনামুল হককে। বাবার স্মৃতিচারণ করে ফেসবুক পোস্টে আবেগঘণ কথা লিখেছেন তিশা।  

তিশা লিখেছেন, “আব্বুকে খুব মনে পড়ছে এই কয় দিন। আব্বুর স্বপ্ন ছিলো তার মেয়ে অনেক বড় শিল্পী হবে, সবাই সুনাম করবে। উনি বলতেন, আমি সবাইকে বলবো ‘আমার নাম তিশার বাবা’!
ছোট বেলা থেকেই সারাক্ষণ আমার কানের কাছে এই কথাগুলো বলতে থাকতো আব্বু। শুনতে শুনতে এক সময় বিশ্বাস করতে শুরু করলাম, ‘আমি পারবো’!”

তিশা আরও লিখেছেন, ‘আজকে আমি বাংলাদেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা পেয়েছি এবং পাই। আমার আব্বু এই পর্যন্ত দেখলেই খুশিতে কেঁদে দিতেন। সেখানে এখন তার মেয়ের কাজের প্রশংসা করে এক সপ্তাহের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ দুটি পত্রিকা (দ্য হলিউড রিপোর্টার ও স্ক্রিন ডেইলি) দুটি অসাধারণ রিভিউ লিখেছে। এর আগেও ভ্যারাইটি পত্রিকায় আমার কাজের প্রশংসা করে লিখেছিলো। বাংলাদেশের একজন অভিনয়শিল্পীর জন্য যেটা বিরল, অভাবনীয়। এতো বড় আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে আমাদের শিল্পীদের কাজ নিয়ে প্রশংসা বের হবে এটা তো এখনও ভাবা যায় না। আমি খুব কল্পনা করার চেষ্টা করছি এই দুটি রিভিউ পড়লে আব্বু ঘরে ঢুকে কিভাবে তার ভালো লাগাটা বোঝাতেন ! আব্বু কি কেঁদে দিতেন, মিটিমিটি হাসতেন? আমি জানিনা। '

পোস্টে তিনি লিখেছেন, ‌“আমি শুধু জানি আব্বু সবকিছু দেখছেন। এমনকি প্রতিদিন নামাজের পর আমি যে আব্বুর জন্য দোয়া করি সেটাও উনি শুনতে পান। এবং ওই জগতে তার বন্ধু-বান্ধবদের বলেন, ‘দেখেন আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। এমনি এমনি কি আর বলি আমার নাম তিশার বাবা!”

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।