ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘টিউবলাইট’ না জ্বলায় টাকা ফিরিয়ে দেবেন সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
‘টিউবলাইট’ না জ্বলায় টাকা ফিরিয়ে দেবেন সালমান! সালমান খান (ছবি: সংগৃহীত)

প্রায় সম্পূর্ণ পোস্টার জুড়ে ছিলো তার মুখ। প্রথা মেনে আবার মুক্তি পেয়েছিলো ঈদের দিনেই। তাও বক্স অফিসে ঠিকভাবে জ্বলে উঠতে পারলো না সালমান খান অভিনীত ‘টিউবলাইট’। মুক্তির বেশ কিছুদিন পার হয়ে গেলেও মাত্র একশো কোটির সামান্য বেশি আয় করেছে ছবিটি। আর এই কঠিন বাস্তব না-কি মেনে নিতে পারছেন না বলিউডের এই সুপারস্টার। তাই ব্যর্থতার যাবতীয় দায় না-কি নিজের কাঁধেই নিচ্ছেন ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‘টিউবলাইট’-এর ভরাডুবির দায় নিজের ঘাড়ে নিয়ে ডিস্ট্রিবিউটরদের ক্ষতিপূরণ দেবেন ৫১ বছর বয়সী এই অভিনেতা। ছবি সাফল্যের দায় যেমন তার, তেমনই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার দায়ও তারই।

এমনটাই বিশ্বাস ভাইজানের। এই জন্যই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ছবির ডিস্ট্রিবিউটরদের নিয়ে বৈঠকে বসবেন সালমান ও তার বাবা সেলিম খান। বৈঠকের পর প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা তুলে দেওয়া হবে ছবি না চলার ক্ষতিপূরণ হিসেবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।