ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নায়করাজের দুই ছবি দেখার সুযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
নায়করাজের দুই ছবি দেখার সুযোগ ছবি: সংগৃহীত

এই মূহুর্তে ‘টক অব দ্য কান্ট্রি’ নায়করাজের প্রয়াণ। ২১ আগস্ট না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি এই শিল্পী। চলছে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা। এমন সময়ে নায়করাজ অভিনীত কালজয়ী দুটি ছবি দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। 

শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় দেখানো হবে জহির রায়হান নির্মিত ‘আনোয়ারা’ ছবিটি। এতে রাজ্জাকের বিপরীতে আছেন সুচন্দা।

এটি মুক্তি পেয়েছিলো ১৯৬৭ সালে।

একইদিন দুপুর ২টায় দেখানো হবে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’।  ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে রাজ্জাকের সহশিল্পী ছিলেন ববিতা। চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৬ষ্ঠ তলায় অবস্থিত ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ অডিটোরিয়ামে। নায়করাজকে ঘিরে আয়োজিত স্মরণসভার অংশ হিসেবে দেখানো হবে ছবিগুলো। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।  

নায়করাজ রাজ্জাকের স্মরণে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) ২৬ আগস্ট বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে স্মরণসভার আয়োজন করেছে। স্মরণসভায় সংগঠনটির সভাপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

এ ছাড়া স্মরণ ও স্মৃতিতর্পণে অংশ নেবেন বিশিষ্টজনেরা। এই তালিকায় অাছেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, সি.বি. জামান, হায়দার রিজভী, মসিহউদ্দিন শাকের, নাসির উদ্দিন ইউসুফ, দেলোয়ার জাহান ঝন্টু, গবেষক অনুপম হায়াৎ, ফাহমিদুল হক, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

স্মরণসভা সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।