ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মোশাররফ করিম হাসপাতালে, ঈদের আগে শুটিং নয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
মোশাররফ করিম হাসপাতালে, ঈদের আগে শুটিং নয় ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে (২৯ আগস্ট) পুবাইলে নাটকের শুটিংকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার লুবনা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রাত ১ টার দিকে বুকে ব্যথা অনুভব করেন মোশাররফ। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুশ্চিন্তার কারণ নেই। মোশাররফ এখন ‍সুস্থ আছেন। তবে সহসাই কাজে ফিরতে পারছেন না তিনি। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মোশাররফকে।  

সিরিজ নাটক ‘জমজ ৮’-এর শুটিং করছিলেন মোশাররফ করিম। এদিকে মোশাররফের অসুস্থতার কারণে আরও কিছু নাটকের কাজ আটকে আছে। ৩০ আগস্ট মোশাররফের কাজ করার কথা ছিলো শাহজাদা মামুন পরিচালিত চ্যানেল আইয়ের নতুন ধারাবাহিক ‘শুকনো পাতার নূপুর’-এর। এই নির্মাতা বলেন, ‘মোশাররফ ভাই অসুস্থ, তাই কাজ বন্ধ রাখতে হচ্ছে। চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এ ক্ষেত্রে ঈদের আগে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। ’  

ঈদুল ফিতরে সর্বাধিক ৩০টির বেশি নাটকে দেখা গেছে অভিনেতা মোশাররফকে। ঈদুল আজহায়ও সংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।