ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যে গানের সুর হয়েছে ১০ মিনিটেই…

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
যে গানের সুর হয়েছে ১০ মিনিটেই… হৈমন্তী রক্ষিত মান

চট্টগ্রাম: দেশের স্বনামধন্য শিল্পী বাপ্পা মজুমদারের সুর ও সংগীতায়োজনে ‘বলছি তোমায়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত মান। আপন আহসানের কথায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি কোরবানির ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য প্রকাশ করা হয়েছে। 

‘বলছি তোমায় একটি কথা যত্ন করে রেখো, আসুক যতই ময়ূরপঙ্খী এক নায়েতে থেকো, সাগর জলে সাঁতার কেটে যায়না পাওয়া কূল, এক জীবনে যায়না মোছা একটুখানি ভুল। ’
 
এ গানের কথাগুলো যেমনি চমকপ্রদ, তেমনি  ফুটে ওঠেছে ভালোবাসার আকুতি।
চিরসুন্দর সেই ভালোবাসার কথাগুলোকে আরও মোহনীয় করে তুলেছেন সুরকার বাপ্পা মজুমদার।
 
গান সম্পর্কে শিল্পী হৈমন্তী রক্ষিত বাংলানিউজকে জানান, ‘শুরু থেকেই গানটি আমার খুব পছন্দের। গানের কথাগুলো অত্যন্ত রোমাঞ্চকর এবং শিক্ষনীয়। যা আমাকে মোহিত করেছে। পরবর্তীতে দেশের স্বনামধন্য শিল্পী বাপ্পা মজুমদার যখন এ গানের সুর করেছেন, তা আমাকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। বাপ্পা’দা এ গানের লিরিক আমার হাতে দিয়ে মাত্র ১০ মিনিটেই সুর করেছেন গানটির। যা আমাকে অভিভূত ও অনুপ্রাণিত করেছে। কথা ও সুরের সংমিশ্রণে গানটি শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমি আশাবাদী। এ গানের সম্পূর্ণ কৃতিত্ব আমি ‘বাপ্পা দা’ কেই দিতে চাই। কেননা, তার সুরের মাধ্যমেই গানটি ইতিমধ্যে শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে। ’

হৈমন্তী আরও বলেন, ‘আমি মূলত ২০০৮ সালে এসব গানে হাত দিয়েছিলাম। ২০১১ সালেই গানগুলো রেকর্ডিং শেষ করেছিলাম। পরবর্তীতে গানগুলো রেডি হওয়া সত্ত্বেও রিলিজড করবো করবো করে করা হয় নি। শ্রোতাদের অনুরোধের প্রেক্ষিতে বর্তমানে একটি একটি করে গান প্রকাশ করছি। শ্রোতারাই আমার গান মূল্যায়ন করবেন। আশা করছি, শ্রোতাদের কাছে গানগুলো স্থান করে নিবে। ’
 
এর আগে ঈদের সময় জনপ্রিয় সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘প্রথম প্রেম’ শিরোনামে প্রকাশিত হয়েছিলো হৈমন্তীর একক অ্যালবাম। যে অ্যালবামটিতে ছিল পাঁচটি গান।  
 
প্রথম প্রেম, অজস্র রাত, ফাগুন, বহুদূরে ও বৃষ্টি শিরোনামে অ্যালবামে গানগুলোর সংগীতায়োজন করেছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর টিংকু আজিজ। অ্যালবামের ‘অজস্র রাত’ শিরোনামে গানটির ভিডিও এবং ‘প্রথম প্রেম’ গানটির অডিও প্রকাশিত হয়েছে। সংগীতার ব্যানারে এসব গান পাওয়া যাচ্ছে ইউটিউবে।
 
হৈমন্তী ১৯৯৪ সালে মাত্র ১১ বছর বয়সে ‘ডাক পিয়ন’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এছাড়াও ‘মনে পড়ে তোমাকে’ (১৯৯৭), ‘প্রেমের ছোঁয়া’ (১৯৯৯), ‘অন্তরে আছো তুমি’ (২০০০), স্মৃতির ক্যানভাস (২০০৫), ‘ফিরে দেখা (২০০৮), শিল্পী আসিফ আকবরের সাথে দ্বৈত অ্যালবাম ‘স্বপ্ন দেখি’ (২০১০) সহ আরও বেশ কয়েকটি অ্যালবাম ও গানের মিউজিক ভিডিও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। ২৫ বছর ধরে শাস্ত্রীয় ও নজরুলসংগীতের তালিম নিয়ে সংগীতচর্চার মাধ্যমে ইতিমধ্যে ২০টি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এসবি/টিসি/বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।