ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাকিবের ‘অহংকার’ নকল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
শাকিবের ‘অহংকার’ নকল? ছবি: সংগৃহীত

ঈদুল আযহা উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দুটি ছবি। ‘রংবাজ’ ও ‘অহংকার’ নামের ছবি দুটিতে তার নায়িকা বুবলী। এমনিতেই প্রেক্ষাগৃহে দর্শক সমাগম ভালো নেই, এ অবস্থায় শাকিবের একটি ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে।

শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ১১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকের উচ্ছ্বাস না থাকলেও গড়পড়তা ভালো করার কথা ছিলো।

কিন্তু ছবিটি আপাদমস্তক নকল বলে অভিযোগ উঠেছে। ২০০৫ সালে ভারতের কান্নাড়া প্রদেশে মুক্তিপ্রাপ্ত ‘অটো সংকর’ (আনাভাক্কারি) ছবির সঙ্গে ‘অহংকার’-এর মিল পাওয়া গেছে। ‘অটো সংকর’ ছবিটি অন্যান্য ভাষায় ডাব হলেও বাংলায় এটি নকল করা হয়েছে। কাহিনি, সংলাপ, চরিত্রায়ণে এতোটা সাদৃশ্য কেবল কপিরাইট মেনেই করা সম্ভব। কিন্তু ‘অহংকার’ অনুমতি ছাড়াই বানানো হয়েছে, অর্থাৎ নকল করা হয়েছে।

অভিযোগের ব্যাপারে পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘এটি আমার প্রযোজকের গল্প। আমি সেভাবেই শুট করেছি। কোনো ছবির সঙ্গে মিলে গেলে সেটি আমার অগোচরেই হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।