ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আলোচনায় অপূর্ব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
আলোচনায় অপূর্ব অপূর্ব, ছবি: রাজীন চৌধুরী

ঈদুল আজহার আগে বাংলানিউজের সঙ্গে আলাপে অপূর্ব বলেছিলেন, এবার নাটক-টেলিছবি নির্বাচনে বেশি যত্মবান থাকবেন। ঘটলোও তা-ই।

ঈদের আমেজ শেষ হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছে তার নাম। অপূর্বর একাধিক নাটক-টেলিছবি দেখে ভালো লাগার কথা জানাচ্ছেন সবাই।

ফেসবুকে এই তারকা অভিনীত নাটকের লিংক শেয়ার করছেন ভক্তরা।

অপূর্ব অভিনীত ‘ব্যাচ ২৭- দ্য লাস্ট পেজ’, ‘বড় ছেলে’ এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে। পৃথক চ্যানেলে প্রচারিত নাটকগুলো এখন মিলছে ইউটিউবে। প্রকাশের পর থেকেই সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। এ দুটি টেলিছবির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানান, গত ঈদে অপূর্বকে নিয়ে তিনি তৈরি করেছিলেন ‘ব্যাচ ২৭’। প্রেমে ব্যর্থ এক তরুণের পাইলট হওয়ার গল্প বলা হয়েছিলো সেখানে। দর্শকের চাহিদার কারণে এর দ্বিতীয় ও শেষ কিস্তি বানিয়েছেন এবার। এটিও দর্শক লুফে নিয়েছেন।

অন্যদিকে ‘বড় ছেলে’ দুপুর বেলা অনএয়ার হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয় ফেসবুকে। রাতারাতি এটি ইউটিউবে দেখে নিয়েছেন প্রচুর দর্শক। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের চরিত্রে রূপদান করেছেন অপূর্ব। সংসারের কারণে প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি করেন তিনি। বিচ্ছেদের এই গল্পের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছেন অনেক তরুণ, এ কারণেই এতো আলোচনা বলে মনে করেন আরিয়ান।

অপূর্ব আর মেহজাবিনের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে উল্লেখ করে আরিয়ান বলেন, ‘শুটিংয়ের সময়ই বুঝতে পেরেছিলাম, অন্যরকম কিছু হতে চলেছে। কারণ এই টেলিছবির একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি কেঁদেছিলেন অপূর্ব আর মেহজাবিন। এমন অভিজ্ঞতা আমার জীবনে নতুন। ’

ঈদ উপলক্ষে অপূর্বর আরও কিছু নাটক দেখবেন দর্শক। এর মধ্যে রয়েছে ‘ইচ্ছে তাই’, ‘না বলা সেই ডায়রি’, ‘দ্য হিরো’, ‘ওয়ান্স’ প্রভৃতি। জনপ্রিয় এই অভিনেতার বিশ্বাস, এবারের অধিকাংশ নাটকে নিজেকে মেলে ধরতে পেরেছেন, সে অনুযায়ী ইতিবাচক সাড়াও পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।