ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘রিজওয়ান’-এর সঙ্গে পরমের দেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
‘রিজওয়ান’-এর সঙ্গে পরমের দেখা ছবি: সংগৃহীত

সাম্প্রতিককালের আলোচিত মঞ্চনাটক ‘রিজওয়ান’। সবশ্রেণীর দর্শককে মুগ্ধ করেছে এটি। গত ১০ দিন ধরে শোবিজে চলছে ‘রিজওয়ান’-এর গুণগান। এবার আলোচিত এই নাটকটি দেখলেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।  

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের নাতি ও জনপ্রিয় অভিনেতা পরমব্রত রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে গিয়ে ‘রিজওয়ান’ দেখে তার ভালো লাগার কথা জানিয়েছেন নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে।

পরম ক’দিন ধরে নাটকটির বেশ আলোচনা শুনছিলেন, সৈয়দ জামিল আহমেদের নাম ভারতের থিয়েটার অঙ্গনেও পরিচিত।

সব মিলিয়ে নাটকটি দেখার ব্যাপারে আগ্রহী হন তিনি। এ সময় পরমের সঙ্গে ছিলেন প্রযোজক গওসুল আলম শাওন।  

‘রিজওয়ান’-এর দৃশ্যপরমব্রত ফেলুদা সিরিজের শুটিং করতে সম্প্রতি ঢাকায় এসেছেন। সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা কাহিনি ‘ফেলুদা’ অবলম্বনে  সিরিজের প্রথম পর্ব ‘শেয়াল দেবতা রহস্য’ ঈদে একটি চ্যানেলে প্রচার হয়। এখন এটি উপভোগ করা যাচ্ছে বায়স্কোপ লাইভ ডটকম-এ।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।