ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্যানসারে ভুগছেন টম অল্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
ক্যানসারে ভুগছেন টম অল্টার টম অল্টার (ছবি: সংগৃহীত)

বোন ক্যানসারে আক্রান্ত মার্কিন বংশোদ্ভূত বলিউড অভিনেতা টম অল্টার। সোমবার (১১ সেপ্টেম্বর) শারিরীক অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের সাইফি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই অভিনেতাকে।

বিষয়টি নিশ্চিত করে টমের ছেলে জেমি অল্টার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘গত বছর থেকেই চর্মরোগে ভুগছিলেন বাবা। প্রথমে ক্যানসার ধরা পড়েনি।

কিছুদিন আগেই আবার সমস্যা শুরু হলে তখনই ধরা পড়ে ক্যানসারের চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। তবে চিকিত্সায় ভালো সাড়া দিচ্ছেন বাবা। ’

১৯৭৬ সালে পরিচালক রমানন্দ সাগরের ‘চরস’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় টমের। এরপর সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’-তে অভিনয়ের সুযোগ পান তিনি। পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক বলিউড ছবিতে অভিনয় করেন তিনি। উপহার দিয়েছেন ‘আশিকি’, ‘ক্রান্তি’ ও ‘বীর-জারা’র মতো ছবিগুলো। সর্বশেষ ‘সারগোশিয়া’তে দেখা গেছে টমকে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।