ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রোহিঙ্গাদের পাশে চলচ্চিত্র পরিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
রোহিঙ্গাদের পাশে চলচ্চিত্র পরিবার চলচ্চিত্র পরিবারের সদস্যরা (ফাইল ছবি)

চলচ্চিত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায় ও চলচ্চিত্রের উন্নয়নে এফডিসির বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত হয়েছিলো বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এবার তারা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে নামছেন। রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছেন তারা।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে মিয়ানমার ত্যাগে বাধ্য করার প্রতিবাদে চলচ্চিত্র পরিবার সোমবার (১৮ সেপ্টেম্বর) মানববন্ধন করবে। চলচ্চিত্র পরিবার অন্তর্ভুক্ত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই তথ্য জানিয়েছেন।

ওইদিন সকাল ১১টায় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে চলচ্চিত্র পরিবার। মানবতার কল্যাণে ওই মানববন্ধনে চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সব শিল্পী-কলাকুশলীদের উপস্থিত থাকার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সংগঠনের বাইরেও ব্যক্তিগতভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শোবিজের অনেকেই। এর মধ্যে অন্যতম মোস্তফা সরয়ার ফারুকী, চিত্রনায়িকা পপি ও অপু বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।