ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার যুক্তরাজ্য মাতাবে ‘ভয়ংকর সুন্দর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এবার যুক্তরাজ্য মাতাবে ‘ভয়ংকর সুন্দর’ পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা, ছবি: সংগৃহীত

‘আয়নাবাজি’র পর ভিন্নধারার ছবি হিসেবে আলোচনায় এসেছে ‘ভয়ংকর সুন্দর’। এবার প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করতে যুক্তরাজ্যে যাচ্ছে এটি। দেশটির ৭টি শহরে প্রদর্শিত হবে ছবিটি।  

২৪ সেপ্টেম্বর লন্ডনের বলিয়ান সিনেমা ও ২৫ সেপ্টেম্বর থেকে রসডেল, লেইস্টার, কার্ডিফ, ম্যানচেস্টার, লুটন ও ব্রিস্টল শহরে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ দেখা যাবে।

বেঙ্গলি ফিল্ম ক্লাবের আয়োজনে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের সিনেমা হলগুলোতে শুরু হয়েছে বেঙ্গলি ফিল্ম ক্লাবের আয়োজনে বাংলা চলচ্চিত্র প্রদর্শন।

চলতি মাসের শুরুতেই প্রদর্শিত হয় মোক্তাদির ইবনে ছালাম পরিচালিত বাউল শাহ আবদুল করিমের জীবননির্ভর চলচ্চিত্র ‘রঙের দুনিয়া’। এবার যাচ্ছে ‘ভয়ংকর সুন্দর’।

বেঙ্গলি ফিল্ম ক্লাবের পরিচালক অভিনেতা স্বাধীন খসরু বলেন, “প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রেক্ষাগৃহে বসে দেশের ছবি দেখানোর আয়োজন করছি। প্রবাসীরাও সাড়া দিচ্ছেন। ‘রঙ্গের দুনিয়া’র এবার ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি প্রদর্শন করছি আমরা। আশা করছি দর্শক উপস্থিতির মধ্য দিয়ে সফল প্রদর্শন অনুষ্ঠিত হবে। ”

পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা অভিনীত চলচ্চিত্রটি চলতি বছর ৪ আগস্ট মুক্তি পায় দেশে। যুক্তরাজ্য ছাড়াও চলচ্চিত্রটি অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও দেখানো হচ্ছে বলে জানিয়েছেন ভাবনা। তিনি বলেন, ‘বাইরে গেলে প্রবাসীদের দেশপ্রেমটা অনুভব করি। আমার বিশ্বাস, তারা দেশের ছবি ‘ভয়ংকর সুন্দর’ দেখতে হলে যাবেন। ”

যুক্তরাজ্যের দর্শক বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের ওয়েবসাইট (https://www.bengalifilmclub.uk/) অথবা সরাসরি হল কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে পারছেন।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।