ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সবচেয়ে বড় পূজামণ্ডপে তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
সবচেয়ে বড় পূজামণ্ডপে তারা লিটন সিকদার, নিরব, অরুণা বিশ্বাস, জাভেদ ও রোজিনা (ছবি: সংগৃহীত)

এক সময়ের জনপ্রিয় নায়ক-নায়িকা জাভেদ, রোজিনা ও অরুণা বিশ্বাসের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন এ সময়ের আলোচিত নায়ক নিরব। দুর্গাপূজা উপলক্ষে এই তিন সিনিয়র শিল্পীর সান্নিধ্য পাচ্ছেন তিনি। ‘বিশ্বের সবচেয়ে বড় পূজামণ্ডপ’ হিসেবে পরিচিত বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের সিকদার বাড়িতে পূজা দেখতে গিয়েছেন তারা। এবার সর্বোচ্চ ৬৫১টি দেবদেবী (প্রতিমা) আছে এই মণ্ডপে।

বাংলানিউজের সঙ্গে আলাপে নিরব জানান, ঐতিহ্যবাহী সিকদার বাড়ি পূজা মণ্ডপের কর্ণধার লিটন সিকদারের আমন্ত্রণে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে হেলিকপ্টারে সেখানে যান তারা। সারাদিন এখানেই কাটাবেন চলচ্চিত্রের এই শিল্পীরা।

 

লিটন সিকদার বাংলানিউজকে বলেছেন, ‘প্রায় তিন একর জমি জুড়ে বসানো হয়েছে দেবদেবীর প্রতিমা। চার হাজার বছরের পুরনো পৌরাণিক কাহিনি তুলে ধরা হয়েছে দেবদেবীর মূর্তি দিয়ে। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গণ্যমান্য ব্যক্তি, শোবিজ তারকা, ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থী আসেন এখানে। পার্শ্ববর্তী দেশ থেকেও দর্শনার্থী আসেন। এবার পূজা উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ’   

ছবি: বাংলানিউজ২০১০ সালে ৩শ’ ১টি প্রতিমা নিয়ে এই মণ্ডপে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। প্রতিমার সংখ্যা ও আড়ম্বরতার দিক থেকে বর্তমানে এটি বিশ্বের বৃহৎ দুর্গা মণ্ডপে রূপ নিয়েছে। লিটন জানান, এবার এই চার শিল্পীর পাশাপাশি অনেকেই এখানে পূজা উপভোগ করতে আসবেন। ২৮ সেপ্টেম্বর এখানে সংগীত পরিবেশন করবেন খুরশীদ আলম, মনির খানসহ আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।